দুর্গাপুর ধর্ষণ কান্ড : ধৃত ৫ জনকে সনাক্ত করতে টিআই প্যারেড, উপ – সংশোধনাগারে নির্যাতিতা
বেঙ্গল মিরর, দুর্গাপুর, রাজা বন্দোপাধ্যায়ঃ* দুর্গাপুরের শোভাপুরের বেসরকারি আইকিউসিটি মেডিকেল কলেজ হাসপাতালে ডাক্তারি পড়ুয়াকে ধর্ষণের ঘটনায় গ্রেফতার করা হয়েছে সহপাঠি সহ ছজনকে। আদালতের নির্দেশে শুক্রবার দুপুরে সহপাঠী ছাড়া বাকি পাঁচজনের দুর্গাপুর মহকুমা-উপ সংশোধনাগারে বা সাব কারেকশনাল হোমে টিআই প্যারেড করানো হবে। বিচারকের উপস্থিতিতে এই প্রক্রিয়া চলবে। যে কারণে এদিন বেলা বারোটার সময় টিআই প্যারেডের জন্য ডাক্তারি পড়ুয়াকে দুর্গাপুর মহকুমার উপ সংশোধনাগারে নিয়ে আসা হয়। পৌঁছান অতিরিক্ত জেলা বিচারক রাজীব সরকার।













আসেন এই মামলার আইও বা তদন্তকারী অফিসার। নির্যাতিতার পরিবারের অভিযোগের ভিত্তিতে ধৃত ছজনের বিরুদ্ধে বিএনএসের একাধিক ধারায় মামলা করেছে নিউটাউন শিপ থানার পুলিশ। প্রসঙ্গতঃ, গত ১০ অক্টোবর রাতে এই ধর্ষণের ঘটনাটি ঘটেছিলো। যা, জানাজানি হওয়ার পরে রাজ্য জুড়ে শোরগোল পড়ে। বিজেপি সহ বিভিন্ন বিরোধী রাজনৈতিক দল ও সংগঠন আন্দোলনে নামে।





