ভাইফোঁটা উপলক্ষে সোদপুরে ওল্ডেজ হোমের আবাসিকদের মধ্যাহ্নভোজনের আয়োজন
বেঙ্গল মিরর, সোদপুর, রাজা বন্দোপাধ্যায়ঃ* তাদের বলতে গেলে কেউ নেই। সবাই গৃহহীন বা হোমলেস। তাদের ঠাঁই হয়েছে ওল্ডেজ হোমে। ভাইফোঁটা হয়েছে দুদিন আগে গত বৃহস্পতিবার। সেই উপলক্ষে শনিবার উত্তর ২৪ পরগণার সোদপুরের বোর্ডঘরের হোমের ১৪ জন আবাসিকের মধ্যাহ্নভোজন বা দুপুরের খাবারের ব্যবস্থা করলেন সেখানকারই বাসিন্দা রুপরেখা বন্দোপাধ্যায়। এই প্রসঙ্গে তিনি বলেন, মহিলা ও পুরুষ মিলিয়ে এই হোমে ১৪ জন আছেন। তারা গৃহহীন বা হোমলেস। তাদেরকে এখানে এনে রাখা হয়েছে। তাদের মধ্যে এমন কেউ আছেন, যিনি শারীরিক ভাবে খুবই অসুস্থ। কেই চোখে দেখতে পাননা। কেউ আবার হাঁটতে পারেন না। দুদিন আগেই ভাইফোঁটা হয়েছে। তাই আমি তাদের এদিন দুপুরে খাবার খাওয়ানোর ব্যবস্থা করেছি।













তিনি আরো বলেন, আমরা তো নিজেদের মতো করি সব উৎসব পালন করি। এদের তো তা করার মতো সামর্থ্য নেই। তাই আমি ছোট্ট একটা কাজ করলাম। স্বাভাবিক ভাবেই এদিন রুপরেখাদেবীর খাবার খেয়ে খুবই খুশি। জানা গেছে, এই হোমে আবাসিকদের চিকিৎসাও করানো হয়। রুপরেখা বন্দোপাধ্যায়ের মতো অনেকেই আছেন, যারা ব্যক্তিগতভাবে বা অনেক সংগঠন তাদের পাশে দাঁড়িয়েছেন। সারা বছর তারা এই হোমের আবাসিকদের জন্য কিছু না কিছু করেন।


