জুয়ার বোর্ড থেকে প্রায় ১০ লক্ষ টাকা সহ ৭ জুয়াড়ি গ্রেফতার
বেঙ্গল মিরর, চরণ মুখার্জী, রানীগঞ্জ : জুয়ার বোর্ড থেকে প্রায় ১০ লক্ষ টাকা সহ ৭ জুয়ায়াড়িকে পুলিশ অতর্কিতে অভিযান চালিয়ে গ্রেফতার করলো। একবার গভীর রাতে এই ঘটনাটি ঘটে রানিগঞ্জ থানা এলাকার বাঁশড়া অঞ্চলের একটি ধাবায়। মঙ্গলবার রাতে রানীগঞ্জ থানার পিসি পার্টির পুলিশ এই বিশাল পরিমাণ জুয়া চলার খবর পেয়ে রানীগঞ্জ থানার বিশাল সংখ্যক পুলিশকে সঙ্গে নিয়ে রানীগঞ্জ থানার ইন্সপেক্টর বিকাশ দত্তর নেতৃত্বে অতর্কিতে অভিযান চালায়।













যেখানে পুলিশ জুয়ার বোর্ড থেকে ১০ লক্ষ ৩ হাজার ১০০ টাকা বাজেয়াপ্ত করে। একইসঙ্গে আটক করা হয় ১০ সেড প্লেয়িং কার্ড ও আটটি মোবাইল ফোন। এদিনের এই অভিযানে পুলিশ দুর্গাপুরের রিয়াল টাউনশিপের বাসিন্দা সঞ্জীব সাহা ওরফে বাবিন, মঙ্গলপুরের বাসিন্দা সুরজিৎ সানা, এনএসবি রোডের বাসিন্দা বীরেন্দ্র কুমার বাজাজ ওরফে বীরেন্দ্র, জামুরিয়া বাজার এলাকার বাসিন্দা, কালিপ্রসাদ জয়সওয়াল, রানীগঞ্জ এলাকার বাসিন্দা সৎপাল সিং ওরফে পালি, রানীগঞ্জের বাসিন্দা মোহাম্মদ শাহজাদা ওরফে এমডি ও দুর্গাপুর এবিএল টাউনশিপের বাসিন্দা গোবর্ধন রেড্ডিকে জুয়া খেলার অপরাধে গ্রেফতার করে। বুধবার পুলিশ ধৃতদের সকলকে আসানসোল জেলা আদালতে তোলে।


