আসানসোলে লায়ন্স ক্লাবের আই হাসপাতালে হেল্থ কেয়ার ইউনিট, উদ্বোধনে রাজ্যসভার প্রাক্তন সাংসদ
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* আসানসোলের কন্যাপুরে আড্ডা ভবনের অদূরে ( পুরনো ডিএম অফিস ) বিএলআরও অফিসের বিপরীতে লায়ন্স ক্লাব অফ আসানসোল ইষ্ট আই ( চক্ষু) হাসপাতালে হেল্থ কেয়ার ইউনিট চালু করা হলো। বুধবার সকালে এক অনুষ্ঠানে কংগ্রেসের প্রাক্তন রাজ্যসভার সাংসদ প্রদীপ ভট্টাচার্য ফিতে কেটে লায়ন্স ক্লাব অফ আসানসোল চক্ষু হাসপাতালে এই ইউনিটের উদ্বোধন করেন।এদিনের উদ্বোধনী লায়ন্স ক্লাব অফ আসানসোল ইষ্টের সভাপতি সিদ্ধার্থ শংকর সরকার, ট্রাস্ট চেয়ারম্যান প্রদীপ কুমার ঠাকুর, প্রাক্তন ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন্স জয়ন্তী মল্লিক, ডাঃ নবারুন গুহ ঠাকুরতা, কোষাধ্যক্ষ মনোহর লাল প্যাটেল, অঞ্জনা ভট্টাচার্য সহ লায়ন্স ক্লাবের সমস্ত সদস্যরা উপস্থিত ছিলেন।













পরে এক সাক্ষাৎকারে প্রদীপ ভট্টাচার্য বলেন, একটা সময় এই জেলা পশ্চিমবঙ্গে শিল্পায়নের ক্ষেত্রে উচ্চ স্থান অধিকার করেছিলো বা সবার উপরে ছিলো। কিন্তু এখন সে সব অতীত। তবে, আজও এই জেলায় প্রতিভার কোন অভাব নেই। তাই, এখানকার পরিশ্রমী এবং প্রতিভাবান যুবকদের কর্মসংস্থানের সুযোগ প্রদান করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর জন্য এই জেলার শিল্প অতীতকে পুনরুজ্জীবিত করা প্রয়োজন।
তিনি লায়ন্স ক্লাবকে ইস্টার্ন কোলফিল্ডস লিমিটেড (ইসিএল) এবং বার্নপুর সেল আইএসপি বা ইস্কো কারখানায় মতো জাতীয় সম্পদের সাথে যুক্ত হওয়ার আহ্বান জানান। যাতে এখানকার যুবকদের কর্মসংস্থানের জন্য বাইরে যেতে না হয়। তিনি আরো বলেন, এই রাজ্যের অবস্থা খুবই খারাপ। সবাই মিলে এগিয়ে না এলে, এই রাজ্যকে বাঁচানো সম্ভব নয়। আমি লায়ন্স ক্লাবকে বলেছি, তারা যেভাবে সমাজ তৈরি করে, তা অন্য কেউ করেনা। তাই সবার আগে তাদেরকে এগিয়ে আসতে হবে।


