সালানপুর ব্লকে একাধিক প্রকল্পের উদ্বোধন করলেন বিধায়ক তথা মেয়র বিধান উপাধ্যায়
বেঙ্গল মিরর, কাজল মিত্র:– বুধবার সালানপুর ব্লকের রূপনারায়ণপুর পঞ্চায়েত এলাকায় পাড়ায় সমাধান কর্মসূচি প্রকল্পে এলেন বারাবনির বিধায়ক তথা আসানসোল এর মেয়র বিধান উপাধ্যায় ।একই সাথে এদিন তিনি রূপনারায়ণপুর পঞ্চায়েত এর বিভিন্ন এলাকায় একগুচ্ছ সরকারি প্রকল্পের উদ্বোধন করেন।এদিন সর্বপ্রথম তিনি মহাবীর কলোনি কালীমন্দিরে পাড়ায় সমাধান কর্মসূচিতে যোগ দেন সেখানে ৮২ ও ৮৩ নম্বর বুথের সমস্যা নিয়ে আলোচনা করেন স্থানীয় বাসিন্দাদের সাথে এরপর তিনি সবজি বাজার থেকে বিডিও অফিস যাবার রাস্তায় ফিতে কেটে একটি হাইমাস্ক লাইট এর উদ্বোধন করেন পরে সেখান থেকে শানি মন্দির এর পেছনের রাস্তায় একটি হাইমাস্ক লাইট ও পিঠাকেয়ারি তে একটি হায়মাস্ক লাইটএর উদ্বোধন করেন।













একই সাথে শ্রী গুরুপল্লি কালী মন্দিরে একটি টিনের সেডের কাজের উদ্বোধন করেন। সেখানথেকে পিঠাকেয়ারি তে জগদ্ধাত্রী পুজোর উদ্বোধনে কম্বল বিতরন করে এরপর চিতাল ডাঙ্গা গ্রামের কৃষ্ণ মন্দিরে টিনের সেড এর কাজের উদ্বোধন করেন।তাছাড়া আরও বেশ কিছু প্রকল্প রয়েছে যার উদ্বোধন বিধান উপাধ্যায় করেন ।
এদিন বিধায়ক ছাড়াও উপস্থিত ছিলেন জেলা পরিষদের কর্মধ্যক্ষ মহম্মদ আরমান, পঞ্চায়েত সমিতির সভাপতি কৈলাসপতি মণ্ডল, সহ সভাপতি বিদ্যুৎ মিশ্র, সালানপুর ব্লক তৃণমূলের সহ সভাপতি ভোলা সিং রূপনারায়পুর পঞ্চায়েত প্রধান অপর্ণা দাস, সমিতির সদস্য রানু রায় সহ অন্যরা ।এদিন বিধান উপাধ্যায় জানান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মত উন্নয়ন অব্যাহত। আগামী দিনে আরও উন্নয়ন মূলক কাজ করা হবে।


