আসানসোলে উল্টালো ওভারলোড টোটো, চাপা পড়ে মৃত্যু, উত্তেজনা
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* ওভারলোড মোমবাতি ও আগরবাতি বোঝাই নিয়ন্ত্রণ হারিয়ে উল্টালো টোটো। সেই ঘটনায় চাপা পড়ে মৃত্যু হলো পথচলতি এক পথচারীর। বুধবার সন্ধ্যায় এই ঘটনাটি ঘটেছে আসানসোল দক্ষিণ থানার এনএস রোডের সিএমসি ক্লাবের অদূরে কালালির কাছে। এই ঘটনায় মৃত্যু হওয়া পথচারীর নাম দিলীপ ভার্মা (৫৬)। তিনি আসানসোল দক্ষিণ থানার আসানসোল বাজারে আব্দুল লতিফ বাইলেনের বাসিন্দা। এই ঘটনাকে কেন্দ্র গোটা এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন মৃত পথচারীর ছেলে ও পরিবারের সদস্যরা। তারা এই ঘটনা নিয়ে চরম ক্ষোভ প্রকাশ করেন। এই নিয়ে পুলিশ প্রশাসন কি পদক্ষেপ নেয়, তার দিকে মৃত পরিবারের সদস্যরা তাকিয়ে আছেন। এদিকে, এলাকার বাসিন্দারা ব্যস্ততম এনএস রোডে টোটো চলাচলে নিয়ন্ত্রণ আনার দাবি করেন।













পুলিশ সূত্রে জানা গেছে, এদিন সন্ধ্যা সাড়ে পাঁচটা নাগাদ এনএস রোড দিয়ে মোমবাতি ও আগরবাতি নিয়ে একটি টোটো আসানসোলের বাজারের দিকে যাচ্ছিলো। সেই সময় আব্দুল লতিফ বাইলেনের বাসিন্দা দিলীপ ভার্মা এনএস রোডের সিএমসি ক্লাবের অদূরে কালালির ( দেশী মদ বিক্রির দোকান) সামনে রাস্তা দিয়ে কোথাও হেঁটে যাচ্ছিলেন। হঠাৎই টোটোটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। তাতে টোটোর ভেতরে রাখা মোমবাতি ও আগরবাতির বস্তা নিয়ে টোটো দিলীপ ভার্মার উপর পড়ে যায়। তাতে তিনি গুরুতর জখম হন। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন।
পুলিশ জানায়, ঠিক কি করে এই ঘটনা ঘটেছে তদন্ত করে দেখা হচ্ছে। টোটোটিকে আটক করা হয়েছে। টোটো চালক ও ঐ টোটোয় কোন ব্যবসায়ীর সামগ্রী নিয়ে যাওয়া হচ্ছিলো তা খোঁজ করা হচ্ছে। বৃহস্পতিবার দুপুরে আসানসোল জেলা হাসপাতালে পথচারীর মৃতদেহর ময়নাতদন্ত হবে।


