দুর্গাপুর শিল্পতালুকে বেসরকারি কারখানার গেট আটকে বিক্ষোভ, বকেয়া বেতনের দাবি
বেঙ্গল মিরর, দুর্গাপুর, রাজা বন্দোপাধ্যায়ঃ* দুর্গাপুরের কাঁকসার বামুনআরা শিল্প তালুকের একটি বেসরকারি কারখানার গেটের সামনে শুক্রবার বেতনের দাবিতে বিক্ষোভ দেখালেন শতাধিক কর্মী । কারখানা কর্তৃপক্ষ বেশ কয়েক মাস ধরে কর্মীদেরকে বেতন দেয়নি বলে অভিযোগ। এই কারণেই কর্মীরা কারখানার গেট আটকে বিক্ষোভ করতে বাধ্য হয়েছেন বলে দাবি করা হয়েছে। এদিন সকালে দুর্গাপুরের এই বেসরকারি কারখানা গেটের সামনে দাঁড়িয়ে বিক্ষোভ দেখানোর জেরে কর্মীদের সঙ্গে কারখানা কর্তৃপক্ষ আলোচনায় বসতে বাধ্য হয়। গোটা বিষয়টি এক সপ্তাহের সময় চেয়েছে কারখানা কর্তৃপক্ষ বলে জানা গেছে।













তবে কারখানা কর্তৃপক্ষকে কর্মীরা হুঁশিয়ারি দিয়ে বলেছেন যে, যদি আগামী এক সপ্তাহের মধ্যে বকেয়া বেতন না দেওয়া না হয় তাহলে তারা আগামী দিনের বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবেন ।যেখানে বারবার রাজ্য সরকার বিভিন্ন বেসরকারি কারখানার কর্মীদের জন্য একাধিকবার সুযোগ সুবিধা নিয়ে আসছে, সেখানে কাঁকসা শিল্প তালুকের কর্মীরা শুধুমাত্র পেটের দায় জীবনে ঝুঁকি নিয়ে কাজকর্ম করে যাচ্ছেন। কারণ তাদের নেই কোন নিরাপত্তা ব্যবস্থা,নেই এসআই ,পিএফের মত সুযোগ-সুবিধা। তবুও তারা কাজ করছেন। আর তারা তাদের ন্যূনতম পারিশ্রমিকটুকুও পাচ্ছে না। সেটাও কারখানা কর্তৃপক্ষ আটকে রেখে দিচ্ছে বলে অভিযোগ।

