দুর্গাপুর নগর নিগমের প্রশাসক মন্ডলী ভাইস চেয়ারম্যান বদল
দুর্গাপুর নগর নিগমের চেয়ারপার্সন অপরিবর্তিত, ভাইস চেয়ারম্যান হলেন ধর্মেন্দ্র যাদব
বেঙ্গল মিরর, দুর্গাপুর, রাজা বন্দোপাধ্যায়ঃ* দুর্গাপুর নগর নিগমের প্রশাসক মন্ডলীর নতুন ভাইস চেয়ারম্যান হলেন ধর্মেন্দ্র যাদব। দুর্গাপুর নগর নিগমের প্রশাসক মন্ডলী নিয়ে রাজ্য পুর ও নগরোন্নয়ন দপ্তর বিজ্ঞপ্তি জারি করেছে। তাতে দুর্গাপুর নগর নিগমের প্রশাসক মন্ডলী চেয়ারপার্সেন করা হয়েছে অনিন্দিতা মুখোপাধ্যায়কেই। অর্থাৎ তার উপরেই রাজ্য সরকার আস্থা রেখেছে, তা বলা যেতেই পারে। তবে ভাইস চেয়ারম্যানের পদে পরিবর্তন আনা হয়েছে। অমিতাভ বন্দ্যোপাধ্যায়কে ভাইস চেয়ারম্যান থেকে সরিয়ে প্রশাসক মন্ডলীর সদস্য করা হয়েছে। ধর্মেন্দ্র যাদবকে প্রশাসক মন্ডলীর সদস্য থেকে ভাইস চেয়ারম্যান করা হয়েছে। এরপর পাশাপাশি দীপঙ্কর লাহা ও রাখি তিওয়ারিকে সদস্য পদেই রাখা হয়েছে। সেখানে কোন পরিবর্তন করা হয়নি।













এদিকে, নতুন পদ পেয়ে ধর্মেন্দ্র যাদব বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী আমার ওপর আস্থা রেখেছে সেই জন্য অসংখ্য ধন্যবাদ। আমি প্রশাসক মন্ডলীর সবাইকে নিয়ে দুর্গাপুরের উন্নয়ন করে যাওয়ার চেষ্টা করবো।প্রসঙ্গতঃ, ২০১৮ সালে দুর্গাপুর নগর নিগমের পুর বোর্ডের মেয়াদ শেষ হয়। তারপর থেকে পুর ভোট করা হয়নি। ৫ সদস্যের প্রশাসক মন্ডলী করে দুর্গাপুর নগর নিগম চালানো হচ্ছে।

