আসানসোল এ.জি. চার্চ স্কুল পরিচালনার নিয়ন্ত্রণ নিয়ে বিবাদ, দুটি গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ, হাতাহাতি
বেঙ্গল, মিরর আসানসোল, রাজা বন্দোপাধ্যায় ও সৌরদীপ্ত সেনগুপ্তঃ* আসানসোল দক্ষিণ থানার অন্তর্গত জিটি রোডে এলআইসি সংলগ্ন এ.জি. চার্চের নিয়ন্ত্রণ নেওয়ার জন্য বিবাদ। ম্যানেজমেন্ট কমিটির দুটি গোষ্ঠীর সদস্যদের মধ্যে সংঘর্ষের ঘটনা পর্যন্ত হয়। দুই গোষ্ঠীর সদস্যরা হাতাহাতি জড়িয়ে পড়েন। এক পক্ষ অন্য পক্ষের উপর মারমুখী হয়ে তেড়ে যান। রবিবার বিকেল চারটে নাগাদ এই ঘটনা ঘটে। এই ঘটনায় পুরুষরাই নয়, বেশ কয়েকজন মহিলাও আহত হন। উল্লেখ্য, বেশ কয়েকদিন ধরে চার্চ স্কুলে ভর্তি নিয়ে বিরোধ চলছে। সেই কারণে চার্চ ম্যানেজমেন্ট কমিটির একটি গোষ্ঠী গীর্জাটি তালাবদ্ধ করে রেখেছিল।














কয়েকদিন আগে, চার্চ ম্যানেজমেন্ট কমিটির অন্য গোষ্ঠীর সদস্যরা তালা খোলার দাবিতে বিক্ষোভ প্রদর্শন করে এবং পুলিশে অভিযোগ দায়ের করে। যে কারণে গীর্জায় ১৪৪ ধারা জারি করা হয়। এর পরে, শনিবার গভীর রাতে, চার্চ ম্যানেজমেন্ট কমিটির অন্য গোষ্ঠীর সদস্যরা গীর্জার তালা ভেঙে দেন বলে অভিযোগ। এতে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বর্তমান গীর্জা ম্যানেজমেন্ট কমিটি তালা ভাঙার জন্য পুলিশের কাছে ব্যাখ্যা দাবি করে।
রবিবারও বিক্ষোভ অব্যাহত থাকে। এদিকে, গির্জা ব্যবস্থাপনা কমিটির অপর পক্ষের লোকেরা হঠাৎ পুলিশের সামনে বর্তমান গীর্জা ব্যবস্থাপনা কমিটির উপর আক্রমণ করে। এই সময়, পুলিশের সামনেই এজি চার্চের উভয় ব্যবস্থাপনা কমিটির লোকদের মধ্যে তীব্র লড়াই হয়। ঘটনাস্থলে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি সামাল দিতে বিশাল সংখ্যায় পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছিলো। পুলিশের হস্তক্ষেপে বিকেল পাঁচটা নাগাদ পরিস্থিতি স্বাভাবিক হয়।


