আসানসোল পুরনিগমের বিরুদ্ধেই সরব তৃনমুল কাউন্সিলার, পুলিশের দ্বারস্থ, পাল্টা অভিযোগ
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ আসানসোল পুরনিগমের ২৩ নম্বর ওয়ার্ডে শ্রীনগরে “সগুন ” কমিউনিটি হল ঘিরে বিতর্ক ক্রমশ তীব্র হচ্ছে। কমিউনিটি হল কান্ডে আসানসোল পুরনিগমের মেয়র বিধান উপাধ্যায় মঙ্গলবার জানিয়েছিলেন যে, ২৩ নং ওয়ার্ডের কাউন্সিলর সিকে রেশমার বিরুদ্ধে সরকারি কাজে বাধা দেওয়ার জন্য লিখিত অভিযোগ দায়ের করবো।অন্যদিকে, ২৪ ঘন্টার মধ্যেই বুধবার সিকে রেশমা পাল্টা সাংবাদিকদের বলেন, আমিও আসানসোল পুরনিগমের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আর কে শ্রীবাস্তব, পুরনিগমের লিগ্যাল এ্যাডভাইজার বা আইনী উপদেষ্টা সুদীপ্ত ঘটক এবং এমবি এন্টারপ্রাইজের বিরুদ্ধে আসানসোল উত্তর থানায় লিখিত অভিযোগ দায়ের করছি।













তিনি বলেন, আমার মানহানির চেষ্টা করা হলে, আমি তা সহ্য করবো না। ঘটনার দিন আমি ঘটনাস্থলে একা উপস্থিত ছিলাম। কিন্তু আসানসোল পুরনিগমের আধিকারিকরা আমাককে ভয় দেখিয়ে তাদের কাজ সম্পন্ন করার উদ্দেশ্যে বাউন্সার এবং মিডিয়াকে তাদের সাথে নিয়ে এসেছিলেন। তিনি প্রশ্ন তোলেন যে, এমবি এন্টারপ্রাইজের বিরুদ্ধে তার অভিযোগের কোনও সত্যতা না থাকলে কেন তারা সেদিন সাংবাদিক সম্মেলন করার প্রয়োজন বোধ করলেন। তিনি আসানসোল পুরনিগমের বিরুদ্ধে তাকে মানহানির চেষ্টার অভিযোগ করেন।
শাসক দলের কাউন্সিলার সিকে রেশমা এদিন আসানসোল পুরনিগমের মেয়র বিধান উপাধ্যায়ের সমালোচনা করেন।মেয়র সংবাদমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে বলেছেন যে কাউন্সিলর সি কে রেশমা কমিউনিটি হল থেকে আয় করেন। তিনি মেয়র বিধান উপাধ্যায়ের সেই বক্তব্যেরও তীব্র সমালোচনা করেন। যেখানে তিনি বলেন, এমবি এন্টারপ্রাইজেস এই কমিউনিটি হলের জন্য বার্ষিক ৮ লক্ষ টাকা দিয়েছে। যা কেবলমাত্র আসানসোল পুরনিগমের লাভ।
রেশমা প্রশ্ন তোলেন, একজন সন্ত্রাসবাদী আসানসোল পুরনিগমকে ৫০ লক্ষ টাকা দিলো কমিউনিটি হলের জন্য। তাহলে একজন সন্ত্রাসবাদীর হাতে কমিউনিটি হলের দায়িত্ব তুলে দেওয়া হবে? তিনি বলেন, আমি এই কমিউনিটি হলে একটি জনকল্যাণ মুলক সংস্থা চালাই। যার লক্ষ্য হল নারীদের ক্ষমতায়ন, তাদের কর্মসংস্থান দেওয়া এবং তাদের স্বাবলম্বী করা। তিনি বলেন, মেয়রের আমাকে মানহানির চেষ্টায় আমি হতবাক। তার কথায় মেয়র বিধান উপাধ্যায়ের একবার তাকে ফোন করে জিজ্ঞাসা করা উচিত ছিল যে তার সমস্যা কি। পরিবর্তে, আমার বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করা হয়েছে।
শাসক দলের কাউন্সিলর সি কে রেশমা এদিন আরো এক গুরুতর অভিযোগ করে বলেছেন, কল্যাণেশ্বরীতে আসানসোল পুরনিগমের একটি কমিউনিটি হল পিপিপি মডেলে চালানো হচ্ছে। এটা ভালো যে আসানসোল পুরনিগম এর থেকে বেশি টাকা পাচ্ছে। কিন্তু এমনও অভিযোগ রয়েছে যে রাতে সেখানে বার ড্যান্স হয়। আসানসোল পুরনিগমের সম্পত্তিতে এই ধরনের কার্যকলাপ চলছে। আসানসোল পুরনিগম কতৃপক্ষকে এর জবাব দিতে হবে যে তারা এ বিষয়ে কি পদক্ষেপ নিচ্ছে।যদিও, মেয়র বলেন, কোন কিছু অভিযোগ করলেই হয়না। তার সত্যতা থাকতে হয়। ঐ কাউন্সিলার সেদিন কি করেছেন, সবাই তা জানেন। মঙ্গলবারই আমি বলেছি, তার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে।

