ভাষা শহীদ স্মারক সমিতির ২৫ বছর, আসানসোলে তিনদিনের রজত জয়ন্তী বঙ্গ সংস্কৃতি উৎসব
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* ভাষা শহীদ স্মারক সমিতির আসানসোল আঞ্চলিক পরিষদ ২০২৫ সাল সংগঠনের ২৫ বছর পালন করছে। এই উপলক্ষে এই বছর আগামী ৭, ৮ এবং ৯ নভেম্বর সংগঠনের ২৫তম বার্ষিকী উদযাপনে রজত জয়ন্তী বঙ্গ সংস্কৃতি উৎসবের আয়োজন করছে। সংগঠনের সদস্যরা আজ এই বিষয়ে আলোচনা করার জন্য একটি সংবাদ সম্মেলন করেছেন।বৃহস্পতিবার বিকেলে এক সাংবাদিক সম্মেলনে ভাষা শহীদ স্মারক সমিতির আসানসোল আঞ্চলিক পরিষদের তরফে শর্মিলা বন্দোপাধ্যায় বলেন, আগামী ৭ থেকে ৯ নভেম্বর তিনদিন ধরে আসানসোল রবীন্দ্র ভবনে বাঙালি সংস্কৃতির প্রচারের জন্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।













শুক্রবার সন্ধ্যায় এবারের বঙ্গ সংস্কৃতি উৎসবের উদ্বোধন হবে ঢোলক ও সানাইয়ের সুরের মধ্যে দিয়ে। এছাড়াও রয়েছে শান্তিনিকেতনের মুখোশ নৃত্য। আরও বেশ কয়েকটি নৃত্য একাডেমির সদস্যরা সাংস্কৃতিক অনুষ্ঠান করবেন। শেষ দিন গদাধর মন্ডল ও তুলিকা মন্ডল সংগীত পরিবেশন করবেন। এছাড়াও রয়েছে গান, কবিতা পাঠের আসর ও নৃত্য নাট্য। তিনি আরো বলেন, এই অনুষ্ঠানের উদ্দেশ্য বাঙালি সংস্কৃতির প্রচার করা। তাই তিনদিন ধরে এখানে বাংলার সংস্কৃতি এবং ঐতিহ্য তুলে ধরার অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আমরা চাই আসানসোলের জনসাধারণ যতটা সম্ভব অনুষ্ঠানে যোগ দিক। এই উৎসবের কোনও প্রবেশ মূল্য নেই।

