জামুড়িয়ায় পানীয় জলের দাবিতে রাস্তা অবরোধ, বিক্ষোভ
বেঙ্গল মিরর, জামুড়িয়া, রাজা বন্দোপাধ্যায়ঃ* এক মাসেরও বেশি সময় কেটে গেছে। কিন্তু পানীয়জল মিলছে না। সব জায়গায় অভিযোগ করে আবেদন জানানো হয়েছে। কিন্তু সবই বিফলে গেছে। তাই শেষ পর্যন্ত ক্ষোভে ফেটে পড়লেন আসানসোলের জামুরিয়ার বিজয়নগরের বাসিন্দারা। শুক্রবার সকালে পানীয় জলের দাবিতে হঠাৎই রাস্তায় নেমে বিক্ষোভে সামিল হলেন শতাধিক গ্রামবাসী। রাস্তা অবরোধের কারণে বন্ধ হয়ে যায় যান চলাচল। সৃষ্টি হয় ব্যাপক যানজট।এলাকার বাসিন্দাদের সূত্রে জানা গেছে, প্রায় এক মাস ধরে এলাকায় পানীয় জলের সরবরাহ কার্যত বন্ধ । অথচ বিজয়নগর গ্রামেই রয়েছে একটি বড় জলের ট্যাঙ্ক। যেখান থেকে জামুরিয়ার নানা প্রান্তে জল সরবরাহ করা হয়। অথচ, সেই ট্যাঙ্কের পাশেই বসবাস করা মানুষদের বাড়িতে জল পৌঁছচ্ছে না।













বিক্ষোভকারীদের অভিযোগ, আমাদের চোখের সামনেই ট্যাঙ্ক থেকে জল যায় অন্যত্র। অথচ আমরা নিজেরাই তীব্র জলসংকটে দিন কাটাচ্ছি। তাদের আরো অভিযোগ, দীর্ঘদিন ধরে কর্তৃপক্ষের নীরবতা ও প্রশাসনিক উদাসীনতায় বিপাকে পড়েছেন এলাকাবাসী ।বেশ কিছুক্ষণ ধরে চলা রাস্তা অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় জামুরিয়া থানার কেন্দা ফাঁড়ি ও জামুরিয়া ট্রাফিক গার্ডের পুলিশ। তাদের দাবির কথা নির্দিষ্ট জায়গায় জানানো হয়েছে, পুলিশের এই আশ্বাসের পরে রাস্তা অবরোধ তুলে নেন স্থানীয় বাসিন্দারা। তারপর আস্তে আস্তে স্বাভাবিক হয় যান চলাচল।

