ASANSOL

আসানসোলে শুরু তিনদিনের রজত জয়ন্তী বঙ্গ সংস্কৃতি উৎসব, ভাষা শহীদ স্মারক সমিতির ২৫ বছর উদযাপন

বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* ভাষা শহীদ স্মারক সমিতির আসানসোল আঞ্চলিক পরিষদ ২০২৫ সাল সংগঠনের ২৫ বছর পালন করছে। এই উপলক্ষে সংগঠনের ২৫তম বার্ষিকী উদযাপনে তিনদিনের রজত জয়ন্তী বঙ্গ সংস্কৃতি উৎসবের আয়োজন করা হয়েছে। ৭ নভেম্বর শুক্রবার সন্ধ্যায় আসানসোল রবীন্দ্র ভবনে এক অনুষ্ঠানে ঢোলক ও সানাইয়ের সুরের মধ্যে দিয়ে তিনদিনের রজত জয়ন্তী বঙ্গ সংস্কৃতি উৎসবের সূচনা হয়। পরে মঞ্চে প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে এই উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন হয়। ছিলেন আসানসোল পুরনিগমের মেয়র পারিষদ গুরুদাস ওরফে রকেট চট্টোপাধ্যায়, শচীন রায়, ডঃ গৌতম বন্দোপাধ্যায়, শর্মিলা বন্দোপাধ্যায় সহ অন্যান্যরা। উদ্বোধনী সংগীত পরিবেশন করেন মিতা রায়। তার সঙ্গে ছিলেন শচীন রায়।


ভাষা শহীদ স্মারক সমিতির আসানসোল আঞ্চলিক পরিষদের তরফে শর্মিলা বন্দোপাধ্যায় বলেন, ৭ থেকে শুরু হওয়া এবারের বঙ্গ সংস্কৃতি উৎসব আগামী ৯ নভেম্বর রবি পর্যন্ত চলবে। তিনদিন ধরে আসানসোল রবীন্দ্র ভবনে বাঙালি সংস্কৃতির প্রচারের জন্য এই উৎসবকে সামনে রেখে নানা ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তার মধ্যে রয়েছে শান্তিনিকেতনের মুখোশ নৃত্য। বেশ কয়েকটি নৃত্য একাডেমির সদস্যরা সাংস্কৃতিক অনুষ্ঠান করবেন। শেষ দিন গদাধর মন্ডল ও তুলিকা মন্ডল সংগীত পরিবেশন করবেন। এছাড়াও রয়েছে গান, কবিতা পাঠের আসর ও নৃত্য নাট্য। তিনি আরো বলেন, এই উৎসবের উদ্দেশ্য হলো বাংলা ও বাঙালি সংস্কৃতির প্রচার করা। তাই তিনদিন ধরে বাংলার সংস্কৃতি এবং ঐতিহ্য তুলে ধরার জন্য বঙ্গ সংস্কৃতি উৎসবের আয়োজন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *