আসানসোল কলিজেয়েট স্কুলের নতুন ভবন উদ্বোধন, বার্ষিক ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* আসানসোলের কল্যানপুর স্যাটেলাইট টাউনশিপের আসানসোল কলেজিয়েট স্কুলের নতুন ভবন উদ্বোধন, বার্ষিক ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয় শনিবার। স্কুল চত্বরে হওয়া এদিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের আইন ও শ্রম মন্ত্রী মলয় ঘটক। ফিতা কেটে মন্ত্রী নতুন ভবনের উদ্বোধন ও প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের সূচনা করেন। এই অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আসানসোল পুরনিগমের ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক, বোরো চেয়ারম্যান অনির্বান দাস, স্কুলের সভাপতি রাহুল বাগচি ও স্কুলের প্রিন্সিপ্যাল সোমা বাগচি।













এই অনুষ্ঠানে মন্ত্রী তার বক্তব্যে বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে গত ১৪ বছরে এই এলাকার পাশাপাশি সমগ্র রাজ্যে শিক্ষাক্ষেত্রে অনেক অগ্রগতি হয়েছে। আসানসোল সহ আশপাশের এলাকার ছেলেমেয়েরা এই স্কুল থেকে উন্নত মানের শিক্ষা লাভের সুযোগ পাচ্ছে। তিনি আসানসোল কলেজিয়েট স্কুল পরিচালনার সাথে যুক্ত সবার প্রশংসা করেন ও যারা গত ২০ বছর ধরে এই স্কুল থেকে উন্নত মানের শিক্ষা দিয়ে আসছেন।

