বারাবনিতে কয়লা কাটতে গিয়ে চাপা পড়ে মৃত্যু যুবকের, নিখোঁজ আরো এক
বেঙ্গল মিরর, বারাবনি ও আসানসোল, মনোজ শর্মা ও রাজা বন্দোপাধ্যায়ঃ* পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের বারাবনি থানার চরণপুর খোলামুখ কয়লাখনিতে ধস। কয়লা কাটতে গিয়ে সেই ধসে চাপা পড়ে মৃত্যু হয়েছে এক যুবকের। নিখোঁজ রয়েছেন ঐ যুবকের বাবা। শুক্রবার রাতে বারাবনির চরণপুরের খোলা মুখ কয়লাখনিতে এই ধসের ঘটনাটি ঘটেছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। ধসে কয়লা কাটতে গিয়ে মৃত্যু হওয়া যুবকের নাম সৌরভ গোস্বামী। বারাবনি থানার দোমহানি বাজারের বাসিন্দা মৃত যুবকের বয়স ১৮ বছর।













মৃত যুবকের সঙ্গে তার বাবা নিমাই গোস্বামী ছিলেন। কিন্তু তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে পুলিশ সূত্রে দাবি করা হয়েছে। শনিবার সকালে বারাবনি থানার পুলিশ যুবকের দেহ খোলামুখ কয়লাখনি থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতাল পাঠায়। খবর পেয়ে পরিবারের সদস্যরা জেলা হাসপাতালে আসেন।খোলামুখ কয়লাখনিতে এই ঘটনার পরে গোটা এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়েছে। পুলিশ জানায়, ঠিক কি ঘটনা ঘটেছে তা তদন্ত করে দেখা হচ্ছে।

