এসআইয়ের আতঙ্কে দুর্গাপুরের ২৯১ জন ভোটার, নাম ২০০২’র তালিকায় , নেই কমিশনের পোর্টালে, ইসিআইকে আক্রমণ মন্ত্রীর
বেঙ্গল মিরর, দুর্গাপুর, রাজা বন্দোপাধ্যায়:* ২০০২ সালে রাজ্যে হওয়া শেষ এসআইআর বা স্পেশাল ইনটেনসিভ রিভিশনের ( বিশেষ নিবিড় সংশোধন) ভোটার তালিকায় নাম আছে। কিন্তু, নির্বাচন কমিশনের পোর্টালে নাম নেই। এই নাম বিভ্রাটে গত ৪ নভেম্বর থেকে শুরু হওয়া এসআইআর আতঙ্কে ইতিমধ্যেই রাজ্যে বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে। তার মধ্যে কেউ আত্মহত্যা করেছেন, বা কেউ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন বলে অভিযোগ। এবার এই এসআইআরের গেরোয় সমস্যায় পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুর মহকুমার দুর্গাপুর পূর্ব বিধানসভার ৪১ জন ভোটার। দুর্গাপুর পূর্ব বিধানসভার দুর্গাপুর নগর নিগম ৪ নম্বর ওয়ার্ডের ভারতী এলাকার ২১২ নম্বর বুথের ৪১ জন ভোটারের নাম ২০০২ সালের ভোটার তালিকায় থাকলেও নির্বাচন কমিশনের পোর্টালে নাম নেই।













স্বাভাবিক ভাবেই আতঙ্কিত এই ভোটাররা।এই বিধানসভায় সবমিলিয়ে ২৯১ এর জন ভোটারের এমনই অবস্থা বলে জানা গেছে। রীতিমতো পরিকল্পনা ও চক্রান্ত করে ভোটার তালিকায় বাদ দেওয়া হচ্ছে বৈধ ভোটারের নাম। যা নিয়ে ইসিআই বা দেশের নির্বাচন কমিশনকে তোপ দেগেছেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামন্নোয়ন মন্ত্রী প্রদীপ মজুমদার। একইসাথে তিনি এসআইআর নিয়ে নির্বাচন কমিশনকে নিশানা করেছেন।এই ভোটাররা ইতিমধ্যেই গোটা বিষয়টি পশ্চিম বর্ধমানের জেলাশাসক এস পোন্নাবলম ও দুর্গাপুরের মহকুমাশাসক সুমন বিশ্বাসকে অভিযোগ জানিয়েছেন। এই বিষয়টি জানতে পেরে রবিবার সকালে ঐ এলাকায় আসেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী প্রদীপ মজুমদার। তার সঙ্গে ছিলেন তৃণমূল কংগ্রেসের দুর্গাপুর ১নম্বর ব্লকের সভাপতি রাজীব ঘোষ সহ এলাকার নেতৃত্ব।
ভোটার তালিকায় আছে, কিন্তু নির্বাচন কমিশনের পোর্টালে দেখছি আমাদের নাম নেই। অথচ আমাদের কাছে রয়েছে ২০০২ সালের ভোটার তালিকা। সেই তালিকায় নাম রয়েছে। নির্বাচন কমিশনার বারবার বলেছেন কোন যোগ্য ভোটারদের যেন নাম বাদ না যায়। কিন্তু, দেখা যাচ্ছে আমাদেরই তো নামই বাদ রয়েছে নির্বাচন কমিশনের পোর্টালে। সবকিছু দেখে মনে হচ্ছে নির্বাচন কমিশনের ভূমিকা একেবারেই ঠিক নেই।ইতিমধ্যেই এসআইআর নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। একাধিক অভিযোগ নিয়ে সরব হয়ে রাজ্য জুড়ে প্রতিবাদে রাস্তায় নেমেছে শাসক দল তৃণমূল কংগ্রেস। তৃণমূল সুপ্রিম তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এসআইআরের প্রতিবাদে কলকাতায় মিছিলও করেছেন।

