আসানসোল রেল স্টেশনে কড়া নজরদারি
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* দিল্লি বিস্ফোরণের পরে গোটা দেশের সাথে, আসানসোল এবং আশেপাশের এলাকায়ও কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছ। পুলিশ প্রশাসন সম্পূর্ণরুপে সতর্ক রয়েছে। সব জায়গায় কড়া নজরদারি করা হয়েছে । পূর্ব রেলের আসানসোল ডিভিশনের আসানসোল রেল স্টেশনেও নিরাপত্তার বিষয়ে আরপিএফের পক্ষ থেকে কোনও শিথিলতা দেখানো হয়নি।













মঙ্গলবার সকাল থেকেই রেল পুলিশ ও আরপিএফের জওয়ানরা রেল স্টেশন চত্বরে তল্লাশি চালান। প্ল্যাটফর্ম, ক্যান্টিন, পার্সেল বিভাগ, পার্সেল রাখা এলাকা, স্টেশন বাইরের অংশ সহ অন্যান্য সমস্ত জায়গায় পুঙ্খানুপুঙ্খভাবে তল্লাশি চালানো হয়েছিল। পুলিশ পার্কিং এলাকার উপরও বিশেষ নজর রেখেছিল। আসল কথা হলো, সোমবার সন্ধ্যায় দিল্লিতে বিস্ফোরণের পর, আসানসোল ডিভিশন কোন রকম ঝুঁকি নিতে চায়নি নিরাপত্তার ক্ষেত্রে।

