কুলটি মিউনিসিপ্যালিটি রোডের কাজের উদ্বোধন
বেঙ্গল মিরর, কাজল মিত্র : দীর্ঘদিন ধরে বেহাল ছিল আসানসোল পৌরনিগমের অন্তর্গত কুলটি বরো অফিস যাওয়ার রাস্তাটি। নিয়ামতপুরে কুলটির বরো অফিস যেখানে আছে স্থানীয়রা এই রাস্তাটিকে মিউনিসিপালিটি রোড হিসেবে চেনে। কারণ অতীতে এই বরো অফিসটি ছিল কুলটি মিউনিসিপ্যালিটি। কিন্তু রাস্তাটি দিনের পর দিন ভঙ্গুর হয়ে পড়েছিল। স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে বরো অফিসে আসা লোকজনদেরও দাবি ছিল এই রাস্তাটিকে যাতে সংস্কার করা হয়। সেই মতো এই রাস্তাটিকে সংস্কার করার কাজের সূচনা হলো।













আসানসোল পৌর নিগমের উদ্যোগে এই রাস্তাটি নতুন করে নির্মিত হল। প্রায় ৩৩ লক্ষ টাকা বা রাস্তাটিকে আবার সংস্কার করা হবে । জানা গিয়েছে এই রাস্তাটি প্রায় 335 মিটার দৈর্ঘ্য রয়েছে। শুধু বরো অফিস যাওয়া নয়, এ রাস্তা দিয়ে বিষ্ণুবিহার কলোনী সহ আশেপাশের জনবসতি এলাকা এবং একাধিক স্কুল যাওয়া যায়। রাস্তা সংস্কারের কাজে খুশির স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে বরো অফিসে আসা সাধারণ মানুষ। কুলটি এলাকার বরো চেয়ারম্যান রবি লাল টুডু জানিয়েছেন দীর্ঘদিন ধরে মানুষের দাবী ছিল রাস্তাটি সংস্কার করার। রাস্তাটি সংস্কার করতে পেরে খুব ভালো লাগছে।
আসানসোলের মেয়র এই রাস্তাটি সংস্কারের জন্য টাকা মঞ্জুর করেছিলেন। তার উদ্যোগেই এই রাস্তাটি নির্মিত হল। এদিন এই রাস্তা উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন এডিডিএ’র ভাইস চেয়ারম্যান উজ্জ্বল চট্টোপাধ্যায় বোরো চিয়ারম্যান শতাব্দী ভান্ডারী, স্থানীয় কাউন্সিলর জাকির হুসেন, বাদল পুইতন্ডি, সঞ্জয় ননিয়া, সুশান্ত মন্ডল, উষা রজক, সুনিতা বাউরি,তৃণমূলের কুলটি ব্লক ২ সভাপতি কাঞ্চন রায়, স্থানীয় ব্যবসায়ী গুরবিন্দর সিং, তারু ঘাঁটি সহ অনেকে।

