আসানসোল ডিআরএম অফিসে অল ইন্ডিয়া গার্ড কাউন্সিলের অবস্থান বিক্ষোভ
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* সাত দফা দাবির সমর্থনে বুধবার আসানসোলে পূর্ব রেলের আসানসোল ডিভিশনের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার বা ডিআরএম অফিসের সামনে অল ইন্ডিয়া গার্ড কাউন্সিল বা এআইজিডির ( ট্রেন ম্যানেজার) ডাকে অবস্থান বিক্ষোভ হয় । দাবির মধ্যে রয়েছে ট্রেন ম্যানেজারদের জন্য ন্যায্য বেতন স্তর নিশ্চিত করা, জয়েন্ট ভিআইএম অর্ডারের ভিত্তিতে জারি করা অগ্রিম সংশোধন স্লিপ নং ২৪ এবং ২ অবিলম্বে বাতিল করা, ১ জানুয়ারি, ২০২৪ থেকে রানিং এ্যালাউন্স বা ভাতা ২৫% বৃদ্ধি করা, সমস্ত ট্রেন ম্যানেজারদের জন্য এমএসিপি সুবিধা সম্প্রসারণ করা, ২৪ জানুয়ারি, ২০২৫ এ জারি করা রেলওয়ে বোর্ডের জয়েন্ট প্রসিডিওর অর্ডার অবিলম্বে বাতিল করা, স্টেশন এলাকায় যানবাহন সুরক্ষিত এবং ছেড়ে দেওয়া, ট্রেন ম্যানেজারদের শূন্য পদ পূরণ করা এবং কেন্দ্রীয় সিভিল সার্ভিসেস পেনশন নিয়ম লঙ্ঘন বন্ধ করা।













এদিনের বিক্ষোভে কেবল আসানসোল নয়, অন্ডাল, জসিডি, দুমকা, পাণ্ডবেশ্বরের গার্ড কাউন্সিল সদস্যরা উপস্থিত ছিলেন। তারা বলেন, এই দাবিগুলি দীর্ঘদিন ধরে পূরণ করা হচ্ছে না। বিভিন্ন জায়গায় বলার পরেও কোন প্রতিকার পাওয়া যাচ্ছে না। তাই এদিন সমগ্র দেশের সাথে, আসানসোলে ডিআরএম অফিসের সামনে এই বিক্ষোভ দেখানো হচ্ছে।

