এসআইআরের মধ্যে আসানসোলে রেলের উচ্ছেদ অভিযান, মেয়রের সঙ্গে কথা যুব কংগ্রেস নেতৃত্বর, স্মারকলিপি
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* আসানসোল উত্তর বিধানসভা কেন্দ্রের যুব কংগ্রেসের সভাপতি গৌরব রায়ের নেতৃত্বে এক প্রতিনিধিদল বুধবার সকালে আসানসোল পুরনিগমের মেয়র বিধান উপাধ্যায়ের সাথে দেখা করেন।
মঙ্গলবার পূর্ব রেলের তরফে ডিভিশনের তরফে আসানসোল পুরনিগমের ২৪ নম্বর ওয়ার্ডে রেলের কোয়ার্টার ভেঙে ফেলার জন্য একটা অভিযান শুরু করা হয়েছে। এই বিষয়টি এদিন মেয়রকে জানানো হয়। তাকে একটি স্মারক লিপিও দেওয়া হয়।
পরে যুব কংগ্রেসের সভাপতি বলেন, এই এলাকায় প্রায় ২৫০টি পরিবার বাস করে। রেল যদি তাদের গৃহহীন করে, তাহলে তারা কোথায় যাবে? তিনি আরো বলেন, সেখানে বসবাসকারী পরিবারগুলি সকলেই রাজ্যের ভোটার। তাই রাজ্য সরকারের উচিত তাদের পুনর্বাসন করা। যাতে তারা গৃহহীন না হন। এই সময় রাজ্য জুড়ে এসআইআর চলছে। এমন পরিস্থিতিতে, তাদের ঐ এলাকা থেকে উচ্ছেদ করা হলে, পরবর্তী সময়ে সমস্যা তৈরি হতে পারে। তিনি মেয়রকে রেলকে একটি চিঠি লেখার জন্য অনুরোধ করেন, যাতে এসআইআর প্রক্রিয়া চলাকালীন রেলতাদের অভিযান স্থগিত করে।













এই প্রসঙ্গে মেয়র বলেন, যুব কংগ্রেসের এক প্রতিনিধি দল এদিন আমার সাথে দেখা করেছে। তারা রেলপার এলাকায় রেলের কোয়ার্টার ভাঙার কথা বলেন। সেখানে বসবাসকারী পরিবারের জন্য ব্যবস্থা করার চেষ্টা করবো। তিনি আরো বলেন, আমি রেলকে একটি চিঠি লিখে বলবো এসআইআর প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত যাতে পরিবারগুলিকে গৃহহীন করা না হয়। রেলকে এই সময় তাদের অভিযান বন্ধ করার জন্য অনুরোধ করবো।
প্রসঙ্গতঃ, মঙ্গলবার আসানসোল পুরনিগমের ২৪ নং ওয়ার্ডে রেলপারের মহুয়াডাঙ্গায় রেলের পরিত্যক্ত কোয়ার্টার দখল মুক্ত করতে রেলের তরফে উচ্ছেদ অভিযান চালানো হয়। কিন্তু স্থানীয় বাসিন্দাদের ক্ষোভ ও বাধার মুখে পড়তে হয় রেল আধিকারিক ও আরপিএফকে। খবর পেয়ে এলাকায় আসেন ২৪ নং ওয়ার্ডের কাউন্সিলর ফানসবি আলিয়া। তিনি এলাকার বাসিন্দাদের হয়ে রেল আধিকারিকদের সঙ্গে গোটা বিষয়টি নিয়ে কথা বলেন। শেষ পর্যন্ত রেলকে কোয়ার্টার ভাঙার অভিযান বন্ধ রাখতে হয়।

