রাজ্য সরকার নির্দেশ অমান্যের অভিযোগ, রেজিষ্ট্রেশনের নামে আটকানো হচ্ছে টোটো, সরব আইএনটিটিইউসি নেতা, বিক্ষোভ
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ ( Asansol News Today ) রাজ্য সরকার ৩০ নভেম্বর পর্যন্ত টোটো রেজিষ্ট্রেশন করার কথা জানিয়েছে। কিন্তু তার অনেক আগেই আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের বেশ কয়েকটি থানার পুলিশ, জেলা পরিবহন দপ্তরের ( আরটিও) সঙ্গে রাস্তায় নেমে টোটো আটক করছে। পুলিশ প্রশাসন দাবি করছে, রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য টোটো আটক করা হচ্ছে। রেজিষ্ট্রেশন প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত টোটোগুলি ছাড়া হবে না।













পুলিশ প্রশাসনের এই পদক্ষেপের বিরুদ্ধে সরব হয়েছেন রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি নেতা রাজু আলুওয়ালিয়া। বুধবার সকালে টোটো চালকেরা রাজু আলুওয়ালিয়ার নেতৃত্বে আসানসোলের রবীন্দ্র ভবনের সামনে বিক্ষোভ করন। তিনি বলেন, পুলিশ প্রশাসন টোটোগুলি রেজিষ্ট্রেশন করছে না, ছেড়েও দিচ্ছে না। এর ফলে তাদের আর্থিক সংকট তৈরি হয়েছে। রাজ্য সরকার ১ হাজার টাকায় রেজিষ্ট্রেশন প্রতিশ্রুতি দিয়েছে। কিন্তু আসানসোলে ঐ টাকায় সেই প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে না। টোটো চালকদের থেকে অনেক বেশি টাকা চাওয়া হচ্ছে। যা, একেবারে সরকার বিরোধী কাজ। রাজু আলুওয়ালিয়া বলেন, আমি টোটো চালকদের নিয়ে পশ্চিম বর্ধমানের জেলাশাসকের সঙ্গে দেখা করবো। তাকে গোটা বিষয়টি জানাবো। যদি এই সমস্যার শীঘ্রই সমাধান না হয়, তাহলে ভবিষ্যতে আরও বড় আকারের বিক্ষোভ করা হবে।

