রুপনারায়নপুরে নিম্নমানের রাস্তা তৈরির অভিযোগ, পরিদর্শনে জেলা পরিষদের দল, নমুনা সংগ্রহ
বেঙ্গল মিরর, রুপনারায়নপুর, কাজল মিত্র ও রাজা বন্দোপাধ্যায়ঃ* পশ্চিম বর্ধমান জেলা পরিষদের একটি বিশেষ দল শুক্রবার সকালে আসানসোলের সালানপুরে রূপনারায়ণপুর থেকে গৌরান্ডি পর্যন্ত তৈরি হচ্ছে, এমন একটা রাস্তা পরিদর্শন করে।প্রসঙ্গতঃ, এই রাস্তাটি তৈরি করা নিয়ে, স্থানীয় মানুষ অভিযোগ করেছিলেন। তাদের দাবি, রাস্তাটি খুবই নিম্নমানের। যে সামগ্রী দিয়ে এই রাস্তা নির্মাণ করা হচ্ছে, তার মান খুবই খারাপ। এর পরে, বারাবানির বিধায়ক এবং আসানসোল পুরনিগমের মেয়র বিধান উপাধ্যায়ের নির্দেশে, পশ্চিম বর্ধমান জেলা পরিষদের একটি বিশেষ দল শুক্রবার সকালে নির্মীয়মান ঐ রাস্তাটি পরিদর্শন করে।














এই দলে ছিলেন সালানপুর ব্লকের বিডিও দেবাঞ্জন বিশ্বাস, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মহঃ আরমান, সালানপুর পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি বিদ্যুৎ মিশ্র, সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি ভোলা সিং এবং অন্যান্যরা। জেলা পরিষদের তরফে রাস্তা থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে। যে অভিযোগ উঠেছে, তার সত্যতা খতিয়ে দেখতে, সেই নমুনা পরীক্ষা করে দেখা হবে।এই প্রসঙ্গে ভোলা সিং বলেন, বিধায়ক বিধান উপাধ্যায়ের চেষ্টায় রাস্তাটি তৈরি হচ্ছে। সাধারণ মানুষের অভিযোগ রয়েছে যে রাস্তার মান ভালো নয়। তাই বিধান উপাধ্যায়ের নির্দেশে এই রাস্তাটি পরিদর্শন করা হয়েছে। তিনি আরো বলেন, আরো ভালো করে শীঘ্রই আবার রাস্তা তৈরির কাজ শুরু হবে।

