ASANSOLBengali News

রর্টারি ক্লাবে আফ রয়েল বেঙ্গলের বার্ষিক অনুষ্ঠান

বেঙ্গল মিরর, আসানসোল:আসানসোলের গরাই রোডের এক ম্যারেজ হলে রর্টারি ক্লাবে আফ রয়েল বেঙ্গলের বার্ষিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে রর্টারি ক্লাবের পদাধিকারী ও সদস্যরা উপস্থিত ছিলেন। এদিনের অনুষ্ঠানে ক্লাবের কর্মকান্ড নিয়ে আলোচনা হয়েছে। আগামী দিনে এই রর্টারি ক্লাব কিভাবে কাজ করবে তা নিয়েও বিস্তারিত আলোচনা করা হয়েছে। রর্টারি ক্লাবের উদ্যোগক্তারা জানিয়েছেন করোনা পরিস্থিতির মধ্যে সরকারি স্বাস্থ্য বিধি মেনেই এই অনুষ্ঠান করা হয়েছে। খুব কম সংখ্যক সদস্যদের নিয়ে এই অনুষ্ঠান করা হয়েছে। মুখে মাস্ক পরে এবং সোস্যাল ডিস্টেনস মেনেই অনুষ্ঠান হয়েছে।এর পাশাপাশি এই ক্লাবের অনান্য সদস্যরা অনলাইন মারফত এই অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। এদিন এই অনুষ্ঠানের মাধ্যমে বেশ কয়েকজনকে ক্লাবের তরফে সংবর্ধনা জানানো হয়েছে।

Leave a Reply