রুপনারায়নপুরে বন্ধ গৃহস্থর আবাসনে দুঃসাহসিক চুরিতে চাঞ্চল্য, সিসি ক্যামেরায় লাগানো কাপড়
বেঙ্গল মিরর, রুপনারায়নপুর ( সালানপুর), রাজা বন্দোপাধ্যায়ঃ* আসানসোলের সালানপুর থানার রূপনারায়ণপুর ফাঁড়ির বিডিও অফিস সংলগ্ন ডায়মন্ড পার্কে এক বন্ধ আবাসনে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটলো। সোমবার এই ঘটনাটি ঘটেছে। মঙ্গলবার সকালে এই ঘটনার কথা জানাজানি হওয়ার পরে গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনার তদন্ত শুরু করেছে রুপনারায়নপুর ফাঁড়ির পুলিশ। জানা গেছে, রুপনারায়নপুরের বিডিও অফিস সংলগ্ন ডায়মন্ড পার্কের আবাসনের মালিক অমিত কুমার দাদুর মৃত্যুর জন্য সপরিবারে জামসেদপুর যান গত ১৪ নভেম্বর। তিনি তার আবাসনের চাবি দিয়ে যান অঙ্কিত নামে এক বন্ধুকে।তিনি বলেন, আমার বন্ধুরা সবাই মিলে আমর আবাসনে সেদিন রাতে পার্টিও করেন।১৫ নভেম্বর ভোরবেলা তারা ভুল বসত বাড়িতে লাগানো সিসিটিভি ক্যামেরার সুইজ বন্ধ করে চলে যায়।














পরে অমিত বাবু মোবাইল ফোনে বাড়ির সিসি ক্যামেরা গুলি বন্ধ দেখেন। তিনি সঙ্গে সঙ্গে তার বন্ধুকে ফোন করে সিসি ক্যামেরা গুলি চালু করান।তখন পর্যন্ত তার আবাসনে চুরি হয়নি। সোমবার সকালে অর্থাৎ তার পরের দিন তিনি দেখেন সিসি ক্যামেরা চালু রয়েছে। তবে কোন ছবি দেখতে পাওয়া যাচ্ছে না।তিনি এরপর তার বন্ধু ও প্রতিবেশীদের ফোন করেন।তারা এসে দেখেন সিসি ক্যামেরা গুলি কাপড় দিয়ে ঢাকা রয়েছে । তখন তারাই বাড়ির দরজা খুলে দেখেন বাড়িতে চুরি হয়েছে।
তবে বাইরে থেকে দরজার তালা ভাঙ্গা হয়নি। না ভাঙা হয়েছে জানালা। তবে চোর বাড়িতে কি ভাবে ঢুকলো তা নিয়ে অমিত বাবু চিন্তায় পড়েন ।তিনি বলেন, আবাসনের ব্যালকনির একটা ঘরের দরজার তালা ভাঙা ছিলো। ভেতর থেকে সেই দরজা বন্ধ করা ছিলো। তার দাবি, নিজের কোন পরিচিত কেউ বা কারা এই চুরির সঙ্গে যুক্ত রয়েছে । তিনি বলেন, সোনা ও রূপা মিলে মোট ১৬ লক্ষ টাকার গয়না চুরি হয়েছে।এছাড়া বাড়িতে নগদ ২ লক্ষ টাকা ছিলো। সবকিছুই চোরেরা নিয়ে গেছে। তিনি বলেন, খবর পেয়ে পুলিশ এসে সবকিছু দেখে গেছে। তার পুলিশের কাছে আর্জি ভালো করে তদন্ত করুক। যাতে চোর ধরা পড়ে ও সবকিছু উদ্ধার হয় ।এদিকে, গোটা ঘটনার তদন্ত শুরু করেছে রূপনারায়ানপুর ফাঁড়ির পুলিশ বলে জানা গেছে।


