ASANSOLBengali News

পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ২০২তম জন্মদিন পালন করা হল

বেঙ্গল মিরর, কাজল মিত্র :-পশ্চিম বর্ধমান জেলার বিভিন্ন জায়গায় পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ২০২তম জন্মদিন পালন করা হল। রবিবার আসানসোল পুরসভার তরফে কোর্ট মোড় সংলগ্ন এলাকায় বিদ্যাসাগরের মূর্তিতে মাল্যদান ও পুষ্পার্ঘ প্রদান করেন আসানসোল পুরসভার চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জি।

সঙ্গে ছিলেন পুরসভার প্রাক্তন কাউন্সিলার ববিতা দাস, আলপনা ব্যানার্জী, বাংলা আকাদেমির সদস্য সহ অন্যান্যরা। প্রত্যেকেই বিদ্যাসাগরের প্রতি শ্রদ্ধা জানান। প্রতিবছর ধুমধামের সঙ্গে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটিকে পালন করলেও গতবারের ন্যায় এবারও করোনা পরিস্থিতিতে কোনওরকম ফুল ও মালা পরিয়ে বিদ্যাসাগরের আবক্ষ মূর্তিতে শ্রদ্ধা নিবেদন করে বিদ্যাসাগরের জন্মদিন পালন হয়। অন্যদিকে রাস্তার মাস্টার দীপ চন্দ্র নায়ক জবা গ্রামে আজ 202 তম বিদ্যাসাগর জন্মদিন পালন করেন ।

Leave a Reply