নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে
বেঙ্গল মিরর, চরণ মুখার্জী, রানীগঞ্জ : এক পাঁচ বছরের নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। এবার খনি শহর রানীগঞ্জ এক মর্মান্তিক নিন্দনীয় ঘটনার সাক্ষী হল। জানা যায় গত 17 নভেম্বর বিকেলে প্রতিবেশী এক ছোট অবুঝ নাবালিকা শিশু কন্যাকে বছর 22 এর যুবক,সিদ্ধান্ত রাম,ওরফে ছোটু, তীর ধনুক খেলবো বলে নিজের বাড়িতে নিয়ে গিয়ে,তার বাড়ির মধ্যে এক টেন্ট বানিয়ে সেখানেই সেই শিশু কন্যাকে সে ধর্ষণ করে।














এই বিষয়টি ওই যুবকের এক আত্মীয় লক্ষ্য করলে ওই শিশু কন্যাকে ছেড়ে পালায় ওই যুবক। পরে এই বিষয়টি গুরুতর অসুস্থ হয়ে পড়া ওই শিশু কন্যা নিজের মাকে গিয়ে বলে। এরপরই 17 তারিখ রাত্রে এ বিষয়ে ওই শিশু কন্যার মা, রাণীগঞ্জ থানায় অভিযোগ জানালে, রানীগঞ্জ থানার পুলিশ 17 তারিখ রাত্রেই ওই যুবকের বিরুদ্ধে ধর্ষণের মামলা দায়ের করে অভিযুক্ত ওই যুবককে তার বাড়ি থেকে এই গ্রেফতার করে। এরপরই 18 তারিখ পুলিশ ওই অভিযুক্ত যুবক ও ছোট শিশুকন্যার ডাক্তারি পরীক্ষাও করায়।
পুলিশ প্রশাসন সূত্রে জানা গেছে অভিযুক্ত যুবক সিদ্ধার্থ রাম নিজের বয়ানে স্বীকার করেছে যে সে এই দুষ্কর্ম করেছে। স্থানীয় এলাকার বাসিন্দাদের দাবি ওই যুবক এর আগেও বেশ কয়েক দফায় মহিলাদের উত্ত্যক্ত করা সহ নানান অভিযোগে সামিল ছিল । এ বিষয়ে ওই শিশু কন্যার মা ওই যুবকের কঠিনতম শাস্তির দাবি জানিয়েছেন।


