বেসরকারি খোলামুখ খনিতে স্থানীয়দের নিয়োগের দাবি
বেঙ্গল মিরর, সার্থক কুমার দে, পাণ্ডবেশ্বর : খোলামুখ খনিতে স্থানীয়দের কাজে নিয়োগের দাবিতে বিক্ষোভ দেখালো বাসিন্দাদের একাংশ । মঙ্গলবার ইসিএলের নাকড়াকোন্দা কুমারডিহি “বি” খোলামুখ খনির ঘটনা । পরে কর্তৃপক্ষের আশ্বাসে ওঠে বিক্ষোভ ।বেশ কয়েক বছর আগে কুমারডিহি ও জোয়ালভাঙ্গা গ্রাম সংলগ্ন এলাকায় তৈরি হয়েছে ইসিএলের বাঁকোলা এরিয়ার নাকড়াকোন্দা কুমারডিহি “বি” খোলামুখ খনি । খনিটি পরিচালনার দায়িত্বে রয়েছে একটি বেসরকারি সংস্থা ।














জোয়ালভাঙ্গা গ্রামের বাসিন্দাদের অভিযোগ ওই সংস্থা খনিতে শ্রমিক হিসাবে বহিরাগতদের এনে কাজ করাচ্ছে । স্থানীয় বেকার যুবকদের নিয়োগ করা হচ্ছে না । খনিটি তাদের জমিতেই গড়ে উঠেছে । কয়লা উৎপাদনের ফলে এলাকায় নষ্ট হয়েছে কৃষিকাজ, বেড়েছে দূষণ সহ অন্যান্য সমস্যা । এইসব সমস্যা নিত্যদিন স্থানীয়দের ভোগ করতে হয়, পরিবর্তে সুযোগ সুবিধা কিছুই মেলেনা । জমি অধিগ্রহণের সময় কর্তৃপক্ষ আশ্বাস দিয়েছিল কাজে নিয়োগ করা হবে স্থানীয়দের । কিন্তু সেই প্রতিশ্রুতি তারা পালন করছে না । বিভিন্ন জেলা এমনকি অন্যান্য রাজ্য থেকে শ্রমিক এনে সেখানে নিয়োগ করা হচ্ছে । বঞ্চিত হচ্ছে জমি হারা ও স্থানীয়রা । স্থানীয়দের নিয়োগের দাবিতে এদিন খনির কার্যালয়ের সামনে ধর্না কর্মসূচিতে বসে জোয়ালভাঙ্গা গ্রামের বাসিন্দাদের একাংশ । দেখানো হয় বিক্ষোভও ।
এর ফলে বেশ কয়েক ঘন্টা খনির উৎপাদন ও কয়লা পরিবহনের কাজ সম্পূর্ণ বন্ধ থাকে বলে খবর । পরে কর্তৃপক্ষের আশ্বাসে ধর্না উঠে যায় । বিক্ষোভকারীদের পক্ষে কাঞ্চন ঘোষ বলেন দ্রুত স্থানীয়দের কাজের নিয়োগ করতে হবে, তা না হলে আগামী দিনে আরও বড় আন্দোলন গড়ে তোলা হবে । দায়িত্বপ্রাপ্ত বেসরকারি সংস্থার কর্মকর্তাদের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি । তবে নাম প্রকাশ্যে অনিচ্ছুক সংস্থার এক কর্তা বলেন স্থানীয়দের দাবি সংস্থার উর্ধ্বতন আধিকারিকদের জানানো হবে, সিদ্ধান্ত নেবে তারাই ।

