কুলটিতে ছেলের হাতে মা খুন, এলাকায় চাঞ্চল্য, তদন্তে পুলিশ
বেঙ্গল মিরর, কুলটি ও আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* মা কে খুন করার অভিযোগ উঠল ছেলের বিরুদ্ধে। মঙ্গলবার রাতে এই ঘটনাটি ঘটেছে। বুধবার সকালে এই ঘটনার জানাজানিতে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। আসানসোলের কুলটি থানার এলসি মোড় সংলগ্ন এলাকার এই ঘটনা। মৃতার নাম সুশিলা সিনহা (৪৫)।এলাকার বাসিন্দারা বলেন, মঙ্গলবার গভীর রাতে সুশীলা সিনহা কে মাথায় আঘাত করে তার ছেলে বিশাল সিনহা। তাতে মায়ের মৃত্যু হয়েছে।














খবর পেয়ে ঘটনাস্থলেই কুলটি থানার পুলিশ পৌঁছায়। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠিয়েছে। তবে কি কারণে এই খুন তা জানা যায়নি। অভিযুক্ত ছেলে বিশাল সিনহাকে আটক করেছে পুলিশ।মৃতা এলাকায় একটি গ্রোসারি দোকান চালাতেন। বিশাল সুশীলাদেবীর ছোট ছেলে। তার দুই ছেলে আছে বলে এলাকার বাসিন্দারা জানিয়েছেন। বড় ছেলে মুম্বাইয়ে থাকেন কাজের সূত্রে।
পুলিশ জানায়, ঠিক কি ঘটনা তা ছেলেকে জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা করা হচ্ছে। মৃতার মাথায় আঘাত রয়েছে। সেই আঘাতের কারণে তার মৃত্যু হয়েছে কি না, তা ময়নাতদন্তের রিপোর্ট পেলে জানা যাবে।

