মাধ্যমিক পরীক্ষা ২০২৬ : আসানসোলে কো-অর্ডিনেশন বৈঠক, শিক্ষা দপ্তরের আধিকারিকদের উপস্থিতিতে
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* ২০২৬ সালের মাধ্যমিক পরীক্ষাকে সামনে রেখে বুধবার আসানসোলের কল্যানপুরে পশ্চিম বর্ধমান জেলাশাসক কার্যালয়ে একটি কো-অর্ডিনেশন বৈঠক হয়। রাজ্যের উচ্চ শিক্ষা দপ্তরের সভাপতি সহ অন্য আধিকারিকদের উপস্থিতিতে এই বৈঠক হয়। পশ্চিম বর্ধমানেরজেলাশাসক এস পোন্নাবলম ছাড়াও জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক বা সিএমওএইচ, আরটিও, বিভিন্ন দপ্তরের আধিকারিকরা আগামী বছরে হতে যাওয়া মাধ্যমিক পরীক্ষা নিয়ে এই বৈঠকে ছিলেন।














বৈঠক শেষে সাংবাদিকদের জেলাশাসক বলেন, মাধ্যমিক পরীক্ষা আগামী বছরের ২ ফেব্রুয়ারী থেকে শুরু হবে এবং ১২ ফেব্রুয়ারী পর্যন্ত চলবে। যেসব কেন্দ্রে মাধ্যমিক পরীক্ষা হবে সেখানে ইতিমধ্যেই সিসিটিভি বসানো হয়েছে। তিনি আরো বলেন, উচ্চ শিক্ষা দপ্তরের আধিকারিকদের উপস্থিতিতে এদিন জেলা পর্যায়ে একটি কো-অর্ডিনেশন বৈঠক হয়েছে। এরপর মহকুমা এবং তারপর সেন্টার ইনচার্জ বা পরীক্ষা কেন্দ্রের দায়িত্বপ্রাপ্তদের সাথে বৈঠক করা হবে।


