আসানসোলের বারাবনিতে কয়লা ব্যবসায়ীর বাড়িতে ইডির অভিযান, এলাকায় চাঞ্চল্য
বেঙ্গল মিরর, বারাবনি, রাজা বন্দোপাধ্যায়ঃ* পশ্চিম বর্ধমান জেলার অন্য জায়গায় পাশাপাশি শুক্রবার আসানসোলের বারাবনির কয়লা ব্যবসায়ী শিশির ঘোষের ভানোড়ার বাড়িতে অভিযান চালায় কেন্দ্রীয় এজেন্সি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। এই শিশির ঘোষ দীর্ঘদিন ধরে কয়লা ব্যবসার সাথে জড়িত বলে জানা গেছে। তার বাড়িতে এদিনের ইডি দলের অভিযানে বেশ কয়েকজন ইসিএল আধিকারিক আতঙ্কিত হয়ে পড়েছেন বলে সূত্র মারফত জানা গেছে।














এই অভিযান তাদের উদ্বেগ বাড়িয়েছে। এই ইসিএলের আধিকারিকদের সঙ্গে এই শিশির ঘোষের সরাসরি যোগাযোগ ছিলো।জানা গেছে যে, এই শিশির ঘোষ যদি ইডির সামনে মুখ খোলেন, তাহলে অবৈধ কয়লা পাচার মামলায় বেশ কয়েকজন ইসিএল আধিকারিকের নাম নতুন করে প্রকাশ্যে চলে আসবে। পরবর্তী সময়ে তাদের গ্রেফতারির সম্ভাবনা বেড়ে যাবে।

