দুর্গাপুরে ” আমাদের পাড়া আমাদের সমাধান ” শিবিরের ২৯ টি প্রকল্পের শিলান্যাস
বেঙ্গল মিরর, দুর্গাপুর, রাজা বন্দোপাধ্যায়ঃ ” আমাদের পাড়া আমাদের সমাধান” উন্নয়নের এক নতুন প্রকল্পকে সামনে রেখে অতি সম্প্রতি বাংলা জুড়ে শিবির হয়েছে। দুর্গাপুর নগর নিগমের ৩ নং বোরোতে নতুন এই প্রকল্পে একসঙ্গে ২৯টি প্রকল্পের অনুমোদন মিলেছে। রবিবার দুর্গাপুরের মামড়া বাজারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষিত ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ শিবিরে দুর্গাপুর নগর নিগমের ৩ নং বোরো এলাকায় মোট ২৯টি উন্নয়নমূলক প্রকল্পের শিলান্যাস উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিলো। প্রথমে নারকেল ফাটিয়ে ও ফলক উন্মোচন করে এই প্রকল্পগুলির শিলান্যা করা হয়।














এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ কীর্তি আজাদ, পশ্চিম বর্ধমানের জেলাশাসক এস পোন্নাবলম , আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ বা আড্ডার চেয়ারম্যান কবি দত্ত, দুর্গাপুর নগর নিগমের চেয়ারপার্সন অনিন্দিতা মুখোপাধ্যায়, মহকুমা শাসক সুমন বিশ্বাস, নগর নিগমের কমিশনার আবুল কালাম আজাদ ও ২৬ নম্বর ওয়ার্ডের প্রাক্তন পৌরপিতা দীপেন মাজি সহ বিভিন্ন বিশিষ্টজনেরা।এই প্রসঙ্গে সাংসদ কীর্তি আজাদ ও জেলাশাসক বলেন, দুর্গাপুরে অনেক প্রকল্প ” আমাদের পাড়া আমাদের সমাধান ” র মাধ্যমে করা হবে। ইতিমধ্যেই বেশকিছু প্রকল্পকে রাজ্য সরকার অনুমোদন দিয়েছে।
এদিন তার মধ্যে ২৯ টি প্রকল্পের শিলান্যাস করা হলো।স্থানীয় বাসিন্দাদের দাবি, দীর্ঘদিনের বহু প্রয়োজনীয় কাজের বাস্তবায়নে এই শিবির গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। রাস্তা, আলো, নিকাশি সহ নানা পরিকাঠামোগত প্রকল্পের সূচনা স্থানীয়দের মধ্যে বাড়িয়েছে আশার সঞ্চার। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ প্রকল্পের মাধ্যমে প্রশাসন মানুষের দোরগোড়ায় পৌঁছে যাচ্ছে, এটাই এই শিবিরের মূল বার্তা বলে প্রশাসনের তরফে বলা হয়েছে ।

