আসানসোলে ১৯ নং জাতীয় সড়কে গাড়ি দাঁড় করিয়ে সরব অগ্নিমিত্রা পাল, সিভিক ভলেন্টিয়ার নিয়ে পুলিশের তোলাবাজির অভিযোগ
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* আসানসোলের ১৯ নং জাতীয় সড়কে মা ঘাগর বুড়ি মন্দিরের কাছে অন্যদিনের মতো সোমবার সকাল থেকে আসানসোল দক্ষিণ ট্রাফিক গার্ড পুলিশ সিভিক ভলেন্টিয়ারদের নিয়ে গাড়ি থামিয়ে তল্লাশি করছিল। সেই সময় আসানসোল দক্ষিণ বিধানসভার বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল সেখান দিয়ে যাচ্ছিলেন। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে বিজেপি বিধায়ক সেখানে গাড়ি থামান। তারপর, বিধায়ক গাড়ি থেকে নেমে সেখানে কর্তব্যরত পুলিশ কর্মীদের জিজ্ঞাসাবাদ শুরু করেন।













তিনি অভিযোগ করেন যে পুলিশ গাড়ি থামিয়ে তোলাবাজি করছে। তিনি দাবি করেন যে তাকে দেখে সেখান থেকে তিনজন সিভিক ভলেন্টিয়ার পালিয়ে যায়।পরে তিনি বলেন, মমতা পুলিশ বহুমুখী প্রতিভার অধিকারী হয়ে গেছে। বাংলার মানুষ এতদিনে তা জেনে গিয়েছেন। পুলিশ সঠিক কাজে কতটা পারদর্শী, সেটা তো বাংলার মহিলারা ও চাকরি প্রার্থীরা ঠারে ঠারে বুঝছেন। তার উপর মাননীয়ার ( মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়) বাংলায় উন্নয়ন মূলক প্রকল্পগুলির মধ্যে একটি প্রকল্প এই ‘সিভিক পুলিশ ( ভলেন্টিয়ার) ‘!
বিজেপি বিধায়কের প্রশ্ন, আমি একজন মহিলা। আমায় দেখে তিনজন সিভিক পুলিশ ভাগ মিলখা ভাগ স্টাইলে পালালেন কেন? আমায় দেখে ডিউটি শেষ হয়ে গিয়েছে? নাকি আমি যা দেখেছি তার বিষয়ে কি প্রশ্ন করতে পারি, তা আন্দাজ করে? লজ্জা হয়েছে? তার দাবি, এদিন সকালে আমার বিধানসভা আসানসোল দক্ষিণের জনসংযোগ করতে যাবার সময় দেখলাম, ঘাগরবুড়ি মন্দিরের সামনে জাতীয় সড়কে ব্যারিকেড দিয়ে টাকা তুলছিলেন বলে? এতে যোগ্য সঙ্গত দিচ্ছিলেন স্থানীয় ট্রাফিক গার্ডের অজয় রায় ও বিনয় কুমার সিং।
লজ্জা হয় না আপনাদের, প্রশ্ন করেন বিজেপি বিধায়ক। মহিলা নিরাপত্তা বা রাজ্যের আইন শৃঙ্খলা চুলোয় পাঠিয়ে, রাস্তায় ব্যারিকেড করে টাকা আদায়কে পরিকল্পিত ভাবে অর্থ উপার্জনের পথ তৈরি করে দেওয়াটাও কি শিল্প বলা যেতে পারে? গোটাটাই কি আপনার অনুপ্রেরণা মাননীয়া? এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার সাথে সাথেই হট্টগোল শুরু হয়।বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল বলেন, তিনি এ বিষয়ে অভিযোগ দায়ের করবেন।তবে বিজেপি বিধায়কের অভিযোগ নিয়ে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের তরফে কোন প্রতিক্রিয়া পাওয়া যায় নি।

