মদ্যপ অবস্থায় গাড়ি চালানো আটকানো সক্রিয় পুলিশ, মেশিন নিয়ে পরীক্ষা আসানসোল উত্তর ট্রাফিক গার্ডের
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর প্রবণতা বন্ধ করতে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে ধারাবাহিক অভিযান চালানো হচ্ছে। এই ধারাবাহিকতায় সোমবার রাতে আসানসোল উত্তর ট্রাফিক গার্ডের পক্ষ থেকে একটি অভিযান চালানো হয়। আসানসোল উত্তর ট্রাফিক গার্ডের ইনচার্জ মহঃ আশরাফুলের নেতৃত্বে রাত ৮টা থেকে ভোর ১টা পর্যন্ত যানবাহন চেক করা হয়। মেশিনের সাহায্যে চালকদের পরীক্ষা করা হয় এবং কতজন চালক মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছেন তা দেখার চেষ্টা করা হয়।













এ বিষয়ে আসানসোল উত্তর ট্রাফিক গার্ডের ওসি বা অফিসার ইনচার্জ মহঃ আশরাফুল বলেন, মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর প্রবণতা বন্ধ করতে এই অভিযান ধারাবাহিকভাবে চালানো হবে। সোমবার রাতের অভিযানে বেশ কয়েকজন গাড়ির চালক মদ্যপ অবস্থায় গাড়ি চালাতে গিয়ে ধরা পড়েছেন। তাদেরকে গাড়ি সহ আসানসোল উত্তর থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। তিনি বলেন, দুসপ্তাহ ধরে এই অভিযান চালানো হচ্ছে। আগামী দিনে এই অভিযান অব্যাহত থাকবে।

