ASANSOLBARABANI-SALANPUR-CHITTARANJANBengali News

পাঁচগাছিয়াতে প্রতিবাদ মিছিল

বেঙ্গল মিরর, মনোজ শর্মা, বারাবনি : পাঁচগাছিয়া রেলগেট এর কাছ থেকে একটি মিছিল বের করা হয় কয়েকদিন আগে উত্তরপ্রদে যে নিন্দনীয় ঘটনা হয়েছিল তার প্রতিবাদে আজকে পাঁচগাছিয়া পশ্চিমবঙ্গ বাউরি জাতি বিকাশ বারাবনি ব্লক কমিটি থেকে প্রায় আড়াইশো জন জনগোষ্ঠীর মানুষ তথা অন্যান্য দলিত মানুষ এদিককার মিছিলে শামিল হন স্টেট প্রেসিডেন্ট স্টেট প্রেসিডেন্ট বরুণ বাউরি বিপদ বাউরি শ্যামল বাউরি বাউরি রঞ্জন দাস বাউল মিছিল শেষ হয় পাঁচগাছিয়া আম্বেদকর এর মূর্তির সামনে ।

Leave a Reply