আসানসোলে সাংস্কৃতিক অনুষ্ঠান, জন্ম শতবর্ষে সলিল চৌধুরীকে শ্রদ্ধা
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* গানের জগতে বিখ্যাত সুরকার ও গীতিকার সলিল চৌধুরীর জন্মশতবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার সন্ধ্যায় আসানসোল রবীন্দ্র ভবনে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিলো। একটি সংস্থার আয়োজনে হওয়া ” শতবর্ষে সলিল ” শীর্ষক এই অনুষ্ঠানে বিভিন্ন শিল্পী সঙ্গীত পরিবেশন করেন। বেশকিছু ক্ষেত্রে অবদান রাখা মানুষদের এদিনের অনুষ্ঠানে উদ্যোক্তাদের তরফে সম্বর্ধনা দেওয়া হয়।













অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসানসোল পুরনিগমের মেয়র পারিষদ গুরুদাস ওরফে রকেট চট্টোপাধ্যায়, লায়ন্স ক্লাবের অম্বিকা মুখোপাধ্যায় প্রবীর ধর কাউন্সিলর অশোক রুদ্র প্রমুখ। রকেট চট্টোপাধ্যায় বলেন, বিখ্যাত সঙ্গীতজ্ঞ সলিল চৌধুরীর জন্মশতবার্ষিকী উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। যেখানে বিভিন্ন শিল্পী সঙ্গীত পরিবেশন করেন। গানের জগতে সলিল চৌধুরীর নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে।

