পশ্চিম বর্ধমানে ১৫ লক্ষ ইনুমেরেশন ফর্মের ডিজিটাইজেশন শেষ, দ্রুত কাজ করা বিএলওদের সম্বর্ধনা জেলাশাসকের
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* এসআইআর বা স্পেশাল ইনটেনসিভ রিভিশন প্রক্রিয়ায় পশ্চিম বর্ধমান জেলায় বুধবার পর্যন্ত ১৫ লক্ষ ইনুমেরেশন ফর্মের ডিজিটাইজেশন শেষ হয়েছে। এর পাশাপাশি, এই জেলায় এদিন এমন ৪০ জনের মতো বিএলও বা বুথ লেভেল অফিসার আছেন, যারা, দ্রুত বা নির্দিষ্ট সময়ের আগে ইনুমেরেশন ফর্ম কালেকশান করে তা ডিজিটাইজেশনের কাজ শেষ করেছেন। বুধবার বিকেলে আসানসোলে জেলাশাসক কার্যালয়ে তাদেরকে পুষ্পস্তবক ও সার্টিফিকেট দিয়ে সম্বর্ধনা দেন জেলাশাসক এস পোন্নাবলম। পরে এক সাংবাদিক সম্মেলনে তিনি পশ্চিম বর্ধমান জেলার এসআইআর সম্পর্কিত তথ্য বলেন, এখন পর্যন্ত পশ্চিম বর্ধমান জেলার ২৩ লক্ষ ভোটারের মধ্যে ১৫ লক্ষ ভোটারের ইনুমেরেশন ফর্ম পূরণ করে জমা নিয়ে তা ডিজিটাইজেশন প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।













তিনি বলেন, আশা করা হচ্ছে যে বাকি প্রক্রিয়াটিও খুব শীঘ্রই সম্পন্ন হবে। তিনি সমস্ত বিএলওদের শেষ তারিখ পর্যন্ত অপেক্ষা না করে তার আগে বাকি কাজ সম্পন্ন করার জন্য অনুরোধ করেন। তিনি আরো বলেন, এদিন এসআইআর নিয়ে জেলাশাসক কার্যালয়ে একটি সর্বদলীয় সভাও অনুষ্ঠিত হয়েছে।
এতেও সব দলের প্রতিনিধিদের যত তাড়াতাড়ি সম্ভব এই প্রক্রিয়া সম্পন্ন করতে সহযোগিতা করার জন্য অনুরোধ করা হয়েছে। এর সাথে তিনি বলেন, এই জেলায় প্রায় ৪০ জন বিএলও রয়েছেন যারা এখন পর্যন্ত তাদের কাজ ১০০% সম্পন্ন করেছেন। তারা তাদের বুথের সব ভোটারের ইনুমেরেশন ফর্ম কালেকশান করে তা ডিজিটাইজেশন করে ফেলেছেন। এদিন তাদের মধ্যে এমন অনেক বিএলওকে সম্মানিত করা হয়েছে।

