জন্ম শতবর্ষে দুর্গাপুরের রুপকার আনন্দ গোপাল মুখোপাধ্যায়কে শ্রদ্ধা সব দলের
বেঙ্গল মিরর, দুর্গাপুর, রাজা বন্দোপাধ্যায়ঃ* তিনি ছিলেন জনদরদী, ছিলেন গরীবের ত্রাতা। একসময় দুর্গাপুরকে রূপ দান করেছিলেন। তাই তাকে দুর্গাপুরের রুপকার বলা হয়ে। তিনি হলেন প্রয়াত প্রাক্তন কংগ্রেস সংসদ আনন্দ গোপাল মুখোপাধ্যায়। বুধবার ছিলো তার ১০০ তম জন্মবার্ষিকী বা জন্ম শতবর্ষ। দুর্গাপুরের ভিড়িঙ্গিতে প্রয়াত আনন্দ গোপাল মুখোপাধ্যায়ের স্মৃতিতে শ্রদ্ধা জানাতে এগিয়ে এলো সমস্ত রাজনৈতিক দল। তার মূর্তিতে মাল্যদান করলেন রাজ্যের আইন, বিচার ও শ্রম মন্ত্রী মলয় ঘটক,আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের আড্ডার চেয়ারম্যান কবি দত্ত, শিক্ষক সুশীল ভট্টাচার্য, কংগ্রেসের জেলা সভাপতি দেবেশ চক্রবর্তী, বর্ষীয়ান সিপিএম নেতা বিপ্রেন্দু চক্রবর্তী। এছাড়াও উপস্থিত ছিলেন ছেলে তথা দুর্গাপুর নগর নিগমের প্রাক্তন মেয়র অপূর্ব মুখোপাধ্যায়, পুত্রবধূ তথা দুর্গাপুর নগর নিগমের প্রশাসক মন্ডলীর চেয়ারপার্সেন অনিন্দিতা মুখোপাধ্যায়, সহ রাজনৈতিক ও অরাজনৈতিক ব্যক্তিত্ব।













মঞ্চে প্রদীপ জ্বালিয়ে অতিথিরা এদিনের অনুষ্ঠানের উদ্বোধন করেন। আনন্দ গোপাল মুখোপাধ্যায়ের জন্ম শতবর্ষ উপলক্ষে একটা স্মারক পত্রিকাও প্রকাশিত হয়।অনুষ্ঠানে মন্ত্রী মলয় ঘটক বলেন, আনন্দ গোপাল মুখোপাধ্যায় শুধু মানুষের কাজ করতেন। তার বিরুদ্ধেও অনেকে দাঁড়িয়ে ছিলেন। কিন্তু তাকে পরাজিত করতে কেউ পারেননি। আজও দুর্গাপুরের মানুষের হৃদয়ে গেঁথে রয়েছেন তিনি। শত কোটি প্রণাম জানাই তার স্মৃতিতে।জানানো হয়েছে, আনন্দ গোপাল মুখোপাধ্যায়ের জন্ম শতবর্ষ উপলক্ষে রক্তদান শিবির, স্বাস্থ্য পরীক্ষা শিবির সহ একাধিক কর্মসূচি নেওয়া হয়েছে।

