আসানসোল পুরনিগমের কমিশনার বদল, দুর্নীতির মোকাবিলা, অবৈধ নির্মাণের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলি চ্যালেঞ্জ হবে
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* আবারও বদল করা হলো আসানসোল পুরনিগমের পুর কমিশনারকে। আইএএস অফিসার একম জে. সিংকে আসানসোল পুরনিগমের নতুন কমিশনার হিসেবে নিযুক্ত করা হয়েছে। তিনি এর আগে মালদার অতিরিক্ত জেলাশাসক ছিলেন। সম্প্রতি, রাজ্য সরকার তাকে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ বা আড্ডার সিইও হিসেবে নিযুক্ত করেছিলো। সেই দায়িত্ব নেওয়ার আগেই রাজ্য সরকার হঠাৎ করে তাকে পুর কমিশনার হিসেবে নিযুক্ত করেছে।














প্রসঙ্গতঃ, রাজু মিশ্রের বদলির পরে মাত্র কয়েক মাস আগে অদিতি চৌধুরীকে পুর কমিশনার হিসেবে নিযুক্ত করা হয়েছিল। তবে, এবার সেই অদিতি চৌধুরীকে পুর কমিশনারকে বদলি করে আড্ডার সিইও করা হয়েছে। একম জে. সিংকে পুর কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
নতুন পুর কমিশনারের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে পুরনিগমের বিভিন্ন বিভাগে যেসব দুর্নীতির অভিযোগ উঠেছে তার মোকাবিলা করা। শাসক দলের কাউন্সিলার থেকে বেশ কয়েকজন আধিকারিকরা দুর্নীতির বিষয়ে (বিশেষ করে বিল্ডিং প্ল্যান বিভাগ) সোচ্চার হয়ে উঠছেন। এছাড়াও রয়েছে পার্কিং জোনের মতো গুরুত্বপূর্ণ বি। পার্কিং জোন ও অবৈধ নির্মাণের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলি পুর কমিশনারের জন্য চ্যালেঞ্জ হবে বলে ওয়াকিবহাল মহল মনে করছে।

