আসানসোলে বন্ধ ঘরের ভেতর থেকে অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষিকার দেহ উদ্ধার, চাঞ্চল্য
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* বন্ধ ঘরের ভেতর থেকে উদ্ধার হলো অবসরপ্রাপ্ত প্রবীণ স্কুল শিক্ষিকার মৃতদেহ। সোমবার সকালের এই ঘটনায় আসানসোল দক্ষিণ থানার এসবি গড়াই রোডের আসানসোল জেলা হাসপাতালের অদূরে রামসায়ের পুকুর সংলগ্ন বাইলেন এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। মৃতার নাম কল্পনা বিশ্বাস (৮২)। এদিন দুপুর আসানসোল জেলা হাসপাতালে শিক্ষিকার মৃতদেহর ময়নাতদন্ত হয়।














পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, কল্পনা বিশ্বাস আসানসোল শহরের অন্যতম নামী উমারানি গড়াই মহিলা কল্যান স্কুলের প্রধান শিক্ষিকা হিসেবে ২০০২ অবসর নেন। তারপর থেকে তিনি আসানসোলের এসবি গড়াই রোডের আসানসোল জেলা হাসপাতালের অদূরে রামসায়ের পুকুর সংলগ্ন বাইলেনের বাড়িতে থাকতেন। ছেলে কর্মসূত্রে কলকাতায় থাকলেও, কল্পনাদেবীর সঙ্গে তার পুত্রবধূ সেই বাড়িতে থাকতেন। গত ৫ ডিসেম্বর এক আত্মীয়ের মৃত্যুর জন্য পুত্রবধূ কলকাতায় গেছিলেন। সোমবার তার আসানসোলে ফেরার কথা ছিলো।
এদিকে, এদিন সকালে কল্পনাদেবী পুত্রবধূকে ফোন করেননি। তাই পুত্রবধূ তাকে ফোন করেন। কিন্তু তার ফোন কল্পনাদেবী ধরেননি। তখন তিনি যে পরিচারিকা তার বাড়িতে কাজ করেন, তাকে ফোন করে বাড়িতে যেতে বলেন। সেই মতো পরিচারক তার বাড়িতে আসেন। পরিচারিকা দেখেন বাড়িতে ঢোকার লোহার গ্রিলে তালা লাগানো রয়েছে। সে অনেকবার কল্পনাদেবীকে ডাকাডাকি করেন। কিন্তু বাড়ির ভেতর থেকে তার কোন সাড়া পরিচারিকা পাননি। এরপর পরিচারিকা বাড়ির পেছনের দিকে যান। যে ঘরে কল্পনাদেবী থাকতেন, সেই ঘরের জানালা পরিচারিকা ধাক্কা দিয়ে খোলে। তখন সে দেখে ঐ ঘরের দরজার কাছে কল্পনাদেবী পড়ে আছেন। পরিচারিকা পুত্রবধূকে তা বলেন। এরমধ্যে এলাকার বাসিন্দা প্রতিবেশীরা চলে আসেন।
কল্পনাদেবীর পুত্রবধূর এক আত্মীয় আসানসোলেই থাকেন। তাকে খবর দেওয়া হলে তারা আসেন। এরপরে আসানসোল দক্ষিণ থানায় খবর দেওয়া হলে, পুলিশ আসে। পুলিশ মিস্ত্রি ডেকে আনে। সে কাটার দিয়ে গ্রিল গেটের তালা কাটেন। এরপর সেই গেট দিয়ে ঢুকে দেখা কাঠের দরজা খোলা রয়েছে। ভেতরে ঢুকে পুলিশ দেখে নিজের শোওয়ার ঘরের দরজা কাছে কল্পনাদেবী পড়ে আছেন। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন। এরপরে দুপুরে কল্পনাদেবীর পুত্র ও পুত্রবধূ আসানসোল জেলা হাসপাতালে আসেন। তারপরে মৃতদেহর ময়নাতদন্ত হয়। প্রাথমিক তদন্তের পরে পুলিশ জানায়, প্রবীণ ঐ শিক্ষিকা শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। রবিবার বিকেলের পরে কোন সময় তিনি ঘরের মধ্যে পড়ে যান। তাতে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। মৃতদেহর ময়নাতদন্ত করা হয়েছে।


