আসানসোল গার্লস কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ আসানসোল গার্লস কলেজে বুধবার কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। কলেজের ছাত্রীরা ফুটবল সহ বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করে। এই প্রতিযোগিতা উপলক্ষে হওয়া এক অনুষ্ঠান আসানসোলের কাজি নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডঃ উদয়ন বন্দোপাধ্যায় , কলেজের অধ্যক্ষা ডঃ স্বাতী চক্রবর্তী , আইকিউএসি ডিরেক্টর বীরু রজক, বিভিন্ন বিভাগের অধ্যাপক, অধ্যাপিকা এবং কলেজের পড়ুয়ারা উপস্থিত ছিলেন। প্রাক্তন ভারতীয় ফুটবলার দীপেন্দু বিশ্বাস প্রধান অতিথি ছিলেন। তিনি ফুটবলে কিক করে মেয়েদের ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন করেন। কলেজের এনসিসি ছাত্রীদের মার্চ পাস্টের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়। এরপরে কলেজের পতাকা উত্তোলন করা হয়।














সাংবাদিকদের কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য উদয়ন বন্দোপাধ্যায় বলেন, আসানসোল গার্লস কলেজ তার ৭৫ তম বার্ষিকী উদযাপনের জন্য একটি ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করতে দেখে আনন্দিত। তিনি জোর দিয়ে বলেন, খেলাধুলো শিক্ষার মতোই গুরুত্বপূর্ণ। কারণ একটি সুস্থ শরীর ও একটি প্রাণবন্ত মন গড়ে তুলতে পারে। তিনি আরো বলেন, সাম্প্রতিক বছরগুলিতে, ভারতীয় মেয়েরা আন্তর্জাতিক স্তরে ক্রীড়ায় ভারতের গৌরব বয়ে এনেছে। এটি প্রমাণ করে যে ভারতীয় মেয়েদের মধ্যে প্রতিভার কোনও অভাব নেই।
আসানসোল গার্লস কলেজ এদিন তাদের জন্য একটি ভালো সুযোগ করে দিয়েছে। তিনি এর জন্য আসানসোল গার্লস কলেজের প্রশংসা করেন।কলেজের অধ্যক্ষা ডঃ স্বাতী চক্রবর্তী বলেন, আসানসোল গার্লস কলেজ ৭৫ বছর পূর্ণ করেছে। আসানসোল গার্লস কলেজ সবসময় এখানকার পড়ুয়াদের শিক্ষাগত উন্নয়নের উপর জোর দিয়েছে। কিন্তু পরিবর্তিত পরিবেশে, শিক্ষার পাশাপাশি ছাত্রীদের স্বাস্থ্যের উপরও জোর দেওয়া প্রয়োজন। এর পরিপ্রেক্ষিতে, খেলাধুলার দিকেও মনোযোগ দেওয়া হচ্ছে। তিনি আরো বলেন, এই প্রতিযোগিতায় ছাত্রীদের প্রদর্শিত প্রতিভা প্রমাণ করে যে যদি তাদের সঠিক সুযোগ দেওয়া হয়, তাহলে তারা কেবল পশ্চিমবঙ্গ নয়, আন্তর্জাতিক স্তরে সমগ্র দেশের জন্য গৌরব বয়ে আনতে পারে। প্রাক্তন ভারতীয় ফুটবলার দীপেন্দু বিশ্বাসও কলেজে এই ধরণের ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের প্রশংসা করেন। তিনি বলেন, এই আয়োজন মেয়েদেরকে তাদের প্রতিভা বিকাশের সুযোগ করে দেবে।


