আসানসোলের বিজেপির নেতা ও কর্মীদের নামে পুলিশের এফআইআর
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* আসানসোল দক্ষিণ বিধানসভার ভারতীয় জনতা পার্টির (বিজেপি) বিধায়ক অগ্নিমিত্রা পালের নেতৃত্বে বৃহস্পতিবার বিকেলে আসানসোলে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনার বা সিপির অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখানো হয়েছিল। যা নিয়ে গোটা এলাকায় ধুন্ধুমার কান্ড ঘটে। বিধায়ক সহ অন্য নেতা ও কর্মীরা সিপি অফিসের সামনে অবস্থান বসে পড়েন। পুলিশের সঙ্গে বিজেপি নেতা ও কর্মীদের ধস্তাধস্তিও হয়। বিজেপির এই আন্দোলনের জন্য আসানসোল দক্ষিণ থানার পুলিশ কঠোর ব্যবস্থা নিয়েছে।














আসানসোল দক্ষিণ থানার পুলিশ বিজেপি নেতা সৈকত হাজরা ও মোট ৬ নেতা সহ শতাধিক আননোন পার্সেন বা অজ্ঞাত প্রতিবাদকারীদের বিরুদ্ধে সুয়োমোটো বা স্বতঃপ্রণোদিত ভাবে মামলা দায়ের করেছে। জানা গেছে, বিএনএস বা ভারতীয় ন্যায় সংহিতার ৫ টিরও বেশি ধারায় এফআইআর করা হয়েছে। এই প্রসঙ্গে শুক্রবার সন্ধ্যায় আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসিপি ( সেন্ট্রাল) ধ্রুবদাস বলেন, এই বিক্ষোভ অবরোধের জন্য পুলিশের কাছ থেকে কোনও অনুমতি নেওয়া হয়নি।
বিক্ষোভ চলাকালীন সিপি অফিসের সামনে ব্যারিকেড ভেঙে গন্ডগোলের সৃষ্টি হয়। এর পাশাপাশি সেখানে ডিউটিরত পুলিশ কর্মীদের ( পাবলিক সারভেন্ট) মারধর করা হয় ও কাজে বাধা দেওয়া হয়েছে। তিনি আরো বলেন, পুলিশ এই বিষয়ে একটি মামলা দায়ের করেছে। এখন আরো তদন্ত করা হচ্ছে।আইনশৃঙ্খলা এবং এলাকার অন্যান্য স্থানীয় সমস্যা নিয়ে পুলিশ কমিশনারের কাছে একটি স্মারকলিপি জমা দেওয়ার জন্য এই অবরোধের আয়োজন করা হয়েছিলো। বিজেপির আন্দোলনে পুলিশ মামলা দায়ের করার পর আসানসোলের রাজনৈতিক মহলে বিতর্ক তৈরি হয়েছে। বিজেপি নেতারা বলছেন, যে রাজনৈতিক প্রতিহিংসা থেকে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রসঙ্গতঃ, বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল বলেছেন, রাজ্য পুলিশ এখন তো দলদাসে পরিনত হয়েছে। রাজ্য পুলিশ এখন মমতা পুলিশ ও তৃণমূল পুলিশ হয়েছে।

