আসানসোলের দক্ষিণা কালী মন্দিরে নতুন পাঁচটি রুমের উদ্বোধন
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ আসানসোল পুরনিগমের ৩০ নম্বর ওয়ার্ডের আসানসোল রেলপারের ডিপোপাড়া এলাকায় শ্রী শ্রী দক্ষিণা কালী মন্দিরে পাঁচটি নতুন রুম তৈরি করা হয়। শনিবার সকালে এক অনুষ্ঠানে রাজ্য বিজেপি নেতা কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় ফিতে কেটে এবং ফলক উন্মোচন করে এই উদ্বোধন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালী মন্দিরের সম্পাদক মলয় মজুমদার ওরফে বাপি, মিলি মজুমদার, রাজা রঙ্গনাথন, প্রদীপ সিং, বাবলু বিশ্বাস, ডাঃ অনিন্দ্য মণ্ডল, সৌম্য দোলুই, সুপর্ণা মালাকার, সঞ্জয় মালাকার প্রমুখ।














মলয় মজুমদার এই প্রসঙ্গে বলেন, মন্দির কমিটি ইতিমধ্যেই একটি কমিউনিটি হল এবং চারটি রুম তৈরি করেছে। তবে, যখনই কোনও অনুষ্ঠান বা আচার অনুষ্ঠান হয়, তখনই থাকার জন্য পর্যাপ্ত রুম না থাকায় লোকেরা অসুবিধার সম্মুখীন হয়। এরজন্য পাঁচটি নতুন রুম তৈরি করা হয়। এদিন সেইসব রুমের উদ্বোধন করা হয়েছে। এই রুম তৈরিতে অনেক মানুষ আর্থিক সহায়তা করে পাশে দাঁড়িয়েছেন। তিনি আরো বলেন , প্রথম তলায় এই রুম তৈরি করা হয়েছে। এখন মোট নয়টি রুম হলো। আশা করা যায় যে এর ফলে মানুষের কিছু সমস্যা দূর হবে। এই রুমগুলির ভাড়াও খুব কম।
অনুষ্ঠানে উপস্থিত বিজেপি নেতা কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় শ্রী শ্রী দক্ষিণা কালী মন্দির কমিটির সম্পাদক মলয় মজুমদার এবং তার পুরো দলকে অভিনন্দন জানিয়ে বলেন যে তারা যেভাবে কাজ করছেন তার প্রশংসা করা যথেষ্ট নয়। তিনি বলেন এই মন্দিরটি এই এলাকার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান। যা এই এলাকার মানুষের হৃদয়ে জায়গা পেয়েছে। এদিন এই মন্দিরে পাঁচটি নতুন রুমের উদ্বোধন করা হয়েছে। এদিন থেকে এই পাঁচটি নতুন রুম মন্দিরে কমিউনিটি হলে এলাকার বাসিন্দাদের অনুষ্ঠান আয়োজনে অনেক সুবিধা দেবে।

