আসানসোলে টোটো ও অটোর জন্য আলাদা পার্কিং জোনের পরিকল্পনা, এলাকা পরিদর্শনে ডেপুটি মেয়র ও পুলিশ আধিকারিক
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* আসানসোল শহরের অন্যতম গুরুত্বপূর্ণ ও জনবহুল রাস্তা হটন রোড ও জিটি রোডের সংযোগস্থল বা মোড়ের যানজট মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। মুলতঃ, টোটো ও অটো দাঁড়িয়ে থেকে যাত্রী উঠানো ও নামানোর জন্য এই যানজট তৈরী হচ্ছে। দিন কয়েক আগে এই যানজট নিয়ে সরব হয়েছিলেন আসানসোল দক্ষিণ বিধানসভার বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। পরে তিনি আসানসোল পুরনিগমে গিয়ে মেয়র বিধান উপাধ্যায়ের সঙ্গে দেখা করে, এই যানজট ও টোটো এবং অটোর জন্য আলাদা পার্কিং জোন তৈরির দাবি করেছিলেন। তিনি এই নিয়ে মেয়রকে বেশকিছু প্রস্তাবও দিয়েছিলেন। দেরীতে হলেও, শেষ পর্যন্ত শহরের এই গুরুত্বপূর্ণ রাস্তার মোড়ের যানজট এড়াতে পরিকল্পনা নিতে চলেছে আসানসোল পুরনিগম।














শনিবার সকালে গোটা পরিকল্পনা বাস্তবায়িত করার জন্য আসানসোল পুরনিগমের ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক জিটি রোডের হটন রোড মোড় সংলগ্ন এলাকা পরিদর্শন করেন। তার সাথে ছিলেন আসানসোল দুর্গাপুর পুলিশের এসিপি ( ট্রাফিক) বিশ্বজিৎ সাহা, আসানসোল দক্ষিণ ট্রাফিক গার্ডের ইনচার্জ সঞ্জয় মণ্ডল, আইএনটিটিইউসি নেতা রাজু আলুওয়ালিয়া সহ ট্রাফিক গার্ড পুলিশ আধিকারিকরা।তারা মোড় সংলগ্ন এলাকায় যানজট সমস্যা সমাধানের উপায় এবং রাস্তায় দাঁড় করিয়ে টোটো ও অটোর যাত্রী উঠানো ও নামানোর মুক্তি পাওয়ার উপায় নিয়ে আলোচনা করেছেন।
এই প্রসঙ্গে অভিজিৎ ঘটক বলেন, টোটো ও অটো থেকে রাস্তায় যাত্রী তোলা এবং নামানোর জন্য হটন রোড মোড় এলাকায় যানজট থাকে। সাধারণ মানুষের তারজন্য সমস্যা হয়। তাই এদিন এলাকাটি পরিদর্শন করা হয়েছে। এই এলাকায় থাকা পার্কিং জোনকে টোটো ও অটো স্ট্যান্ডে পরিনত করা হবে। তিনি আরো বলেন, আগামী কয়েক দিনের মধ্যে হটন রোড মোডে রাস্তায় দাঁড়াতে দেওয়া হবে না অটো ও টোটোকে।
সেই এলাকায় পার্কিং জোনে দাঁড়াতে হবে টোটো ও অটোকে। সেখান থেকে যাত্রী তোলা এবং নামাতে হবে। এর ফলে রাস্তায় যানজট সমস্যা দূর হবে এবং টোটো ও অটোর দাঁড়ানোর স্থায়ী ব্যবস্থা করা হবে। রাজু আলুওয়ালিয়া বলেন, হটন রোডে রাস্তার যানজট সমস্যা দূর করার জন্য এদিন ডেপুটি মেয়র এলাকা পরিদর্শন করেছেন। সমস্যা থেকে মুক্তি পাওয়ার উপায় নিয়ে তিনি পুলিশ আধিকারিকদের সঙ্গে আলোচনা করেছেন । তিনি আরো বলেন, খুব শীঘ্রই হটন রোডকে যানজট মুক্ত করা হবে।
9⁹

