আসানসোলে ” মডিফাইড সাইলেন্সার” নিয়ে উত্তর ট্রাফিক গার্ড পুলিশের অভিযান
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* আসানসোল উত্তর ট্রাফিক গার্ড ইনচার্জ মহঃ আশরাফুল ইসলামের নেতৃত্বে বুধবার আসানসোলের কাল্লা এলাকায় মোটরবাইকে মডিফাইড সাইলেন্সার নিয়ে একটি অভিযান চালানো হয়। এদিনের এই অভিযান সম্পর্কে সাংবাদিকদের মহঃ আশরাফুল ইসলাম বলেন, এদিন কিছু পড়ুয়াকে মডিফাইড বা পরিবর্তিত সাইলেন্সার সম্পর্কে সচেতন করা হয়েছে। তাদের বলা হয়েছে যে আইন অনুসারে বা পরিবেশের কথা মাথায় রেখে পরিবর্তিত বা মডিফাইড সাইলেন্সার লাগানো যাবে না। তাদেরকে এ বিষয়ে সচেতন করার পাশাপাশি এদিন বেশ কিছু মোটরবাইক থেকে পরিবর্তিত সাইলেন্সার খুলে ফেলা হয়েছে।














তিনি আরো বলেন , এই অভিযান দীর্ঘদিন ধরে চলছে । এখন পর্যন্ত প্রায় ৪০টি মোটরবাইক থেকে পরিবর্তিত সাইলেন্সার খুলে ফেলা হয়েছে। এদিন কোন জরিমানা করা হয়নি। শুধুমাত্র পড়ুয়াদের সচেতন করা হয়েছে। যাতে তারা ভবিষ্যতে এই ধরণের পরিবর্তিত সাইলেন্সার না লাগায়। তিনি বলেন, পড়ুয়ারাও তাদের ভুল স্বীকার করেছে।এমনকি পড়ুয়া ও অভিভাবকরাও মেনে নিয়েছেন যে এই ধরণের পরিবর্তিত সাইলেন্সার মোটরবাইকে লাগানো উচিত নয়। তারা পুলিশের এই অভিযানকে স্বাগত জানিয়েছেন।







