আসানসোলে মহাবীর স্থান মন্দিরের ১৩৬ তম প্রতিষ্ঠা দিবসে রক্তদান, স্বাস্থ্য পরীক্ষা শিবির ও কম্বল বিতরণ
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ আসানসোলের জিটি রোডের মহাবীর স্থান মন্দিরে বৃহস্পতিবার আজ মন্দিরের ১৩৬তম প্রতিষ্ঠা দিবস পালিত হয়। এই উপলক্ষে মন্দিরে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। তার মধ্যে ছিলো রক্তদান শিবির। এছাড়াও, একটি বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরেরও আয়োজন করা হয়েছিল। যেখানে রানিগঞ্জের একটি বেসরকারি হাসপাতালের বিশেষজ্ঞ ডাক্তাররা মানুষের স্বাস্থ্য পরীক্ষা করেন।














সাংবাদিকদের এ বিষয়ে মহাবীর স্থান মন্দির সর্বজনীন দুর্গাপূজা মহাবীর আখড়ার সম্পাদক অরবিন্দ কুমার সাউ বলেন, এদিন মহাবীর স্থান মন্দিরের ১৩৬ তম প্রতিষ্ঠা দিবস পালিত হয়েছে। এই উপলক্ষে এখানে রক্তদান শিবির ছাড়াও, একটি বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরেরও আয়োজন করা হয়েছিলো। যেখানে বিশেষজ্ঞ ডাক্তাররা মানুষের স্বাস্থ্য পরীক্ষা করেন। সন্ধ্যায় কম্বল বিতরণ আয়োজন করা হয়ে। শিবিরে ২৫ জনেরও বেশি মানুষ রক্তদান করেছেন। ১০০ জনকে কম্বল দেওয়া হয়েছে।
এদিনের অনুষ্ঠানে উপস্থিত আসানসোল পুরনিগমের মেয়র পারিষদ দিব্যেন্দু ভগত বলেন, মহাবীর স্থান মন্দিরের পক্ষ থেকে সবসময় সামাজিক কাজ করা হয়ে থাকে। এদিন ১৩৬তম প্রতিষ্ঠা দিবস। এই উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তিনি আরো বলেন, এই ধরনের অনুষ্ঠান সমাজকে একটি ভালো বার্তা দেয় এবং এর ফলে মানুষেরও উপকার হয়।


