টোটো রেজিষ্ট্রেশনে জোর, হিরাপুর ট্রাফিক গার্ডের অভিযান
বেঙ্গল মিরর, বার্নপুর, রাজা বন্দোপাধ্যায়ঃ* আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের হিরাপুর ট্রাফিক গার্ডের তরফে বুধবার বার্নপুরে এক অভিযান চালায়। হিরাপুর ট্র্যাফিক গার্ড ইনচার্জ প্রশান্ত মাঝি এই অভিযানে রাস্তায় চলাচল করা টোটোর রেজিষ্ট্রেশন করা হয়েছে, কি না, তা জানতে চালকদের কাছ থেকে কাগজ পরীক্ষা করেন। এই ব্যাপারে তিনি টোটো চালকদের কি করতে হবে, সেই ব্যাপারে প্রয়োজনীয় পরামর্শ দেন।














এই প্রসঙ্গে তিনি বলেন, রাজ্য সরকার টোটো রেজিষ্ট্রেশনের জন্য সম্প্রতি একটা নির্দেশিকা দিয়েছে। ১৭২টি তালিকাভুক্ত টোটো শোরুমে রেজিষ্ট্রেশন হবে। তবে ২০২০ সালের আগে তৈরি বা এ্যাসেমবেল্ড টোটোর রেজিষ্ট্রেশনের জন্য আসানসোলের পাম্পু তলাওয়ে একটি ক্যাম্প করা হয়েছে। টোটো চালকরা সেখানে গিয়ে তাদের টোটো রেজিষ্ট্রেশন করতে পারবেন তিনি জানিয়েছেন।


