বসতি এলাকার কাছে ধস, আতঙ্ক
বেঙ্গল মিরর, সার্থক কুমার দে, অন্ডাল : আচমকা ধসের কারণে আতঙ্ক ছড়ালো এলাকায় । বৃহস্পতিবার ঘটনাটি ঘটে অন্ডাল থানার ইসিএলের খাসকাজোরা ১০/১১ নং কোলিয়ারি এলাকায় । প্রায় ৫০ থেকে ৬০ ফুট এলাকা জুড়ে ঘটে ধসের ঘটনা । ঘটনাস্থলের কাছে রয়েছে বসতি এলাকা । সেই কারণে আতঙ্ক ছড়িয়েছে বাসিন্দাদের মধ্যে । স্থানীয় বাসিন্দা রাম টুডু, বাবুলাল প্রধানরা বলেন বছর খানেক আগেও এখানে ধস নেমেছিল । সেই সময় আতঙ্কে বাসিন্দাদের একাংশ এলাকা ছেড়ে আশ্রয় নিয়েছিল অন্যত্র ।














পরে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর আবার তারা ফিরে আসে । এলাকার শ্রমিক নেতা প্রদীপ মহাপাত্র বলেন বারবার ধসের ঘটনায় প্রমাণ হচ্ছে কোলিয়ারি ম্যানেজমেন্ট উৎপাদনে বেশি আগ্রহী, বাসিন্দাদের নিরাপত্তা নিয়ে তারা চিন্তিত নন । ঘটনার খবর পেয়ে সেখানে পৌঁছাই কোলিয়ারির আধিকারিকেরা নিরাপত্তার কারণে ঘটনাস্থল ফেন্সিং দিয়ে ঘিরে দেওয়া হয়েছে ।


