জাভেদ বারিক হত্যাকান্ড, প্রায় ৪ মাস পরে গ্রেফতার মাস্টার মাইন্ড
বেঙ্গল মিরর, আসানসোল, কাজল মিত্র ও রাজা বন্দোপাধ্যায়ঃ আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ির ঢিল ছোড়া দুরত্বে ভর সন্ধ্যায় বাড়ির সামনে জাভেদ বারিক নামে এক আসানসোল পুরনিগমের এক অস্থায়ী কর্মীকে গুলি করে খুনের ঘটনা ঘটেছিল। চলতি বছরের ২৯ আগষ্ট এই ঘটনাটি ঘটেছিলো। সেই ঘটনার প্রায় ৪ মাস পরে বৃহস্পতিবার এই ঘটনার মূল অভিযুক্ত মৃত জাভেদ বারিকের জামাই মহঃ আসিফ খানকে আসানসোল থেকে গ্রেফতার করলো কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ। ধৃতকে শুক্রবার সকালে আসানসোল জেলা আদালত পেশ করে হেফাজতে নেওয়ার আবেদন করে পুলিশ। সেই আবেদনের ভিত্তিতে বিচারক তার জামিন নাকচ করে চারদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন।














প্রসঙ্গতঃ, এই ঘটনায় আসিফকে নিয়ে মোট ৯ জনকে গ্রেফতার করলো পুলিশ। তবে এই ঘটনায় আরো এক অভিযুক্ত আসিফের বন্ধু জাভেদ কুরেশি এখনো পলাতক রয়েছে বলে জানা গেছে।পুলিশ সূত্রে জানা গেছে, এই ঘটনার পর থেকে ফেরার মহঃ আসিফ খানের খোঁজে লাগাতার অভিযান চালাচ্ছিলো নিয়ামতপুর ফাঁড়ি পুলিশ। বিভিন্ন জায়গায় তার খোঁজ করে পুলিশ। কিন্তু তাকে ধরতে পারছিলো না পুলিশ। শেষ পর্যন্ত বৃহস্পতিবার রাতে আসানসোল থেকে গ্রেফতার করা হয় জাভেদ বারিক হত্যাকাণ্ডের মাস্টার মাইন্ড মহঃ আসিফ খানকে।
পুলিশের এক আধিকারিক বলেন, ধৃতকে হেফাজতে নেওয়া হয়েছে। তাকে জেরা করে এই ঘটনার আরো কিছু তথ্য পাওয়া যাবে। যা ঘটনার তদন্তের কাজে লাগবে।উল্লেখ্য, পারিবারিক জমি নিয়ে বিবাদের জেরে এই খুনের ঘটনা ঘটেছে বলে এখনো পর্যন্ত পুলিশ তদন্তে জানতে পেরেছে।







