আসানসোলে বড়দিনের উৎসবের সূচনায় খ্রিস্টান সম্প্রদায়ের অনুষ্ঠানে মন্ত্রী
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* খ্রিস্টান সম্প্রদায়ের মানুষদের সবচেয়ে বড় উৎসব হলো বড়দিন। যা আর চারদিন পরে ২৫ ডিসেম্বর পালন করা হবে। ঠিক তার আগে, শনিবার আসানসোলের জুবিলি মোড়ে খ্রিস্টান সম্প্রদায়ের উদ্যোগে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেই অনুষ্ঠানে রাজ্যের আইন ও শ্রম মন্ত্রী মলয় ঘটক অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তিনি অনুষ্ঠানে উপস্থিত সাধারণ মানুষের সাথে কেক কেটে সবাইকে বড়দিনের শুভেচ্ছা জানান।পরে তিনি বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো আমরা জনগণের জন্য কাজ করছি। সমগ্র রাজ্যের সাথে আসানসোলের উন্নয়ন সর্বস্তরে সমান ভাবে করা হচ্ছে।














তিনি আরো বলেন, খুব শীঘ্রই আসানসোলের মানুষ দুটি মেডিকেল কলেজ হাসপাতাল পাবেন। এর পাশাপাশি রাস্তাঘাট তৈরি এবং স্ট্রিট লাইট বসানো সহ আরো অনেক উন্নয়নমূলক কাজ করা হয়েছে। ভবিষ্যতেও এই কাজের ধারা অব্যাহত থাকবে বলে মন্ত্রী জানিয়েছেন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে ছিলেন আসানসোল পুরনিগমের মেয়র পারিষদ গুরুদাস ওরফে রকেট চট্টোপাধ্যায়, বোরো চেয়ারম্যান অনিমেষ দাস।


