শীতের দুপুরে অন্য এক ছবি আসানসোলের হোমে, আবাসিকদের সঙ্গে জন্মদিন পালন চিকিৎসকের
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ আসানসোলের শহর তথা শিল্পাঞ্চলের অন্যতম অর্থোপেডিক চিকিৎসক ডাঃ অরবিন্দ মাজি তার নিজের জন্মদিন শনিবার সপরিবারে পালন করলেন সামাজিক ও গাহস্থ্য জীবনে অত্যাচারিত মহিলাদের সঙ্গে সময় কাটিয়ে । এই উপলক্ষে এদিন আসানসোলের ইসমাইলের “স্ব-শক্তি” হোমে ৩৪ জন আবাসিকাকে দুপুরের খাবার খাওয়ানোর ব্যবস্থা করা হয়েছিলো চিকিৎসকের তরফে। শীতের দুপুরে আবাসিকদের খাবারের মধ্যে ছিলো খিচুড়ি, মাংস, সবজি, চাটনি ও মিষ্টি। এদিন হোমে ডাঃ অরবিন্দ মাজির বাবা সামাজিক সংগঠন ইওর অর্গানাইজেশনেরর চিফ পেট্রোন ডাঃ মহাদেব মাজি ছাড়াও তাঁর স্ত্রী ন্যাশনাল মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের (কলকাতা) স্ত্রী রোগ বিশেষজ্ঞ ডাঃ ধারা মাজি লায়েকও ছিলেন। সস্ত্রীক ডাঃ অরবিন্দ মাজি নিজেদের হাতে খাবারও আবাসিকদের পরিবেশন করেন।














এই প্রসঙ্গে ডাঃ মহাদেব মাজি বলেন, আমরা পরিবার থেকে সিদ্ধান্ত নিয়েছিলাম, এই বছর আমাদের ছেলের জন্মদিন প্রান্তিক মানুষদের পাশে ও সাথে থেকে কাটাবো। ডাঃ ধারা মাজি বলেন, এই প্রথম আমাদের এই হোমে আসা হল। হোমের আবাসিক মেয়েদের খুশি মন দেখে আমরাও যথেষ্ট আনন্দিত।ডাঃ অরবিন্দ মাজি বলেন, এবারে এখানে এইসব মহিলাদের মধ্যে থাকতে পেরে নিজের জন্মদিন পালন করাটা সার্থক হলো। তাদের সঙ্গে সময় কাটিয়ে এক অনির্বচনীয় আনন্দ খুঁজে পেলাম।
পেশায় শিক্ষক ও ইওর অর্গানাইজেশনের সেক্রেটারি বিশ্বনাথ মিত্র বলেন, প্রচন্ড কাজের চাপ থাকা সত্ত্বেও ডাঃ অরবিন্দ মাজি সময় বার করে এই হোমে প্রায় ঘন্টাখানেক সময় কাটালেন। তার থাকাটা প্রমাণ করে তিনি কত বড় মনের মানুষ। আমরা তার প্রতি সত্যি খুবই কৃতজ্ঞ।এদিন দুপুরের খাওয়াদাওয়া ছাড়াও হোম ইনচার্জ সেরিনা মন্ডল পরিচালনায় হোমের মেয়েদের নিয়ে একটি সুন্দর সাংস্কৃতিক অনুষ্ঠানও হয়। স্বাভাবিক ভাবেই খুশি হোমের আবাসিকরাও। যা গোটা পরিবেশকে আলাদা একটা মাত্রা এনে দেয়।


